জামাইকা, 31 অগাস্ট : প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সুবিধাজনক অবস্থায় ভারত ৷ দিনের শেষে ভারতের স্কোর পাঁচ উইকেটে 264 ৷ রান পেয়েছেন বিরাট কোহলি ও মায়াঙ্ক আগরওয়াল ৷ ক্রিজ়ে রয়েছেন হনুমা বিহারি ও ঋষভ পন্থ ৷
সাবাইনা পার্কের সবুজ আভার পিচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক জেসন হোল্ডার ৷ শুরুটা ভালো করেও ফের ব্যর্থ হন লোকেশ রাহুল ৷ হোল্ডারের বলে 13 রানে আউট হন তিনি ৷ এরপর ক্রিজ়ে আসেন চেতেশ্বর পূজারা ৷ মায়াঙ্কের সঙ্গে ধরে খেলতে থাকেন তিনি ৷ কিন্তু, কিছুক্ষণ পর নবাগত রাহকিম কর্নওয়েলের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ভারতের নম্বর তিন ৷ এরপর ইনিংসের হাল ধরেন কোহলি ও মায়াঙ্ক ৷ প্রথম টেস্টের ব্যর্থতা ঝেড়ে ফেলে অর্ধ শতরান করেন মায়াঙ্ক ৷ টেস্টে এটি তাঁর চতুর্থ অর্ধ শতরান ৷ যদিও সেটিকে শতরানে পরিণত করতে ব্যর্থ হন ভারতীয় ওপেনার ৷ 55 রানে আউট হন তিনি ৷ উলটো প্রান্তে অবশ্য নিজের স্বাভাবিক ছন্দে খেলতে থাকেন কোহলি ৷ তাঁকে সঙ্গত দেন রাহানে ৷ গত ম্যাচে দু'ইনিংসেই দলের হয়ে সর্বোচ্চ রান করলেও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 24 রান করে আউট হন কোহলির ডেপুটি ৷ ইতিমধ্যে ব্যক্তিগত অর্ধ শতরান পূরণ করেন ভারতীয় অধিনায়ক ৷