পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নিউজ়িল্যান্ডে ব্যর্থতার কোটা পূর্ণ কোহলির, বোল্ট ঝড়ে 6 উইকেট হারাল ভারত

ব্যাট হাতে নিউজ়িল্যান্ডে চূড়ান্ত ব্যর্থ কোহলি ৷ ওয়েলিংটন টেস্টের পর ক্রাইস্টচার্চ টেস্টেও বিরাটের ব্যাটে এল না রান ৷ রবিবার দ্বিতীয় ইনিংসে মাত্র 14 রানে আউট হলেন ভারত অধিনায়ক ৷

virat kohli
কোহলি

By

Published : Mar 1, 2020, 11:51 AM IST

ক্রাইস্টচার্চ, 1 মার্চ: নিউজ়িল্যান্ডে ব্যর্থতার কোটা পূর্ণ করে ফেললেন ক্যাপ্টেন কোহলি ৷ গোটা সফর জুড়েই চলল বিরাটের ফ্লপ শো ৷ রবিবার ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় ইনিংসে কলিন ডি গ্র্যান্ডহোমের পাতা ফাঁদে পা দিয়ে ফিরলেন মাত্র 14 রানে ৷ প্রথম ইনিংসে তাঁর অবদান ছিল 3 ৷ কিউয়িদের দেশে ভারত অধিনায়কের এই ফর্মে আতঙ্কিত ক্রিকেট সমর্থকরা ৷

বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট ৷ সমর্থকদের কাছে রানমেশিন তকমা পাওয়া ক্যাপ্টেন কোহলি কিন্তু নিউজ়িল্যান্ড সফরে এই নামের প্রতি মোটেও সুবিচার করতে পারেননি ৷ 2020 সালের নিউজ়িল্যান্ড সফরকে বিরাটের 2014-র ইংল্যান্ড সফরের সঙ্গে তুলনা করা হচ্ছে ৷ সেই সফরেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন কোহলি ৷ 15টি ইনিংসে তাঁর সংগ্রহ ছিল মাত্র 254 রান ৷ কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে সেই রেকর্ডকেও ছাপিয়ে গেলেন বিরাট ৷ 11টি ইনিংসে কোহলির সংগ্রহ 218 রান ৷ যদিও ইংল্যান্ডে পাঁচটি টেস্ট খেলেছিলেন তিনি ৷

দেখুন পরিসংখ্যান

এদিকে 7 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করলেও দুই ওপেনারকে ফিরিয়ে ভারতকে ফের চাপে ফেলে দেয় কিউয়িরা ৷ দলীয় 8 রানে ময়ঙ্ক আগরওয়ালকে (3) ফেরান ট্রেন্ট বোল্ট ৷ বেশিক্ষণ টেকেননি অপর ওপেনার পৃথ্বী শ ৷ 14 রানে টিম সাউদির বলে টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুম্বইয়ের ব্যাটসম্যান ৷ 50 রানের গন্ডি পার হতেই ফেরেন কোহলি ৷ ভারতকে টানছিলেন চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে ৷ 9 রানে ওয়াগনারের বলে আউট হন রাহানে ৷ সহ অধিনায়ক ফেরার পর বেশিক্ষণ টেকেননি পূজারাও ৷ বোল্টের ইন সুইংয়ে বোল্ড আউট হয়ে ফেরেন সৌরাষ্ট্রের ব্যাটসম্যান ৷ রাহানে ফিরতেই ছয়নম্বরে উমেশ যাদবকে নামিয়ে দেওয়া হয় ৷ 1 রান করে বোল্টের শিকার হন উমেশ ৷ প্রতিবেদন লেখা পর্যন্ত 6 উইকেট খুইয়ে 90 রান তুলেছে ভারত ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details