পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বায়ুসেনা দিবসের শুভেচ্ছা বিরাট, সচিনদের - Virat Kohli extended greetings to the Indian Air Force

কোহলি লেখেন, ‘‘আমাদের বায়ুসেনার হিরোদের আমরা স্যালুট জানাই ৷ তাঁরা নিঃস্বার্থভাবে আমাদের দেশের সেবা করে চলেছে ৷ আমরা সর্বদা তোমাদের ত্যাগের কাছে ঋণী থাকব ৷’’

বিরাট কোহলি
বিরাট কোহলি

By

Published : Oct 8, 2020, 7:24 PM IST

দুবাই, 8 অক্টোবর : বায়ুসেনা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ৷ তিনি বলেন, ‘‘আমরা সর্বদা তোমাদের ত্যাগের প্রতি ঋণী থাকব ৷’’

বর্তমানে IPL খেলার জন্য আরব আমিরশাহীতে রয়েছেন বিরাট কোহলি ৷ সেখান থেকেই টুইটারে বায়ু সেনাবাহিনীকে শুভেচ্ছা জানান তিনি ৷ তিনি লেখেন, ‘‘আমাদের বায়ুসেনার হিরোদের আমরা স্যালুট জানাই ৷ তাঁরা নিঃস্বার্থভাবে আমাদের দেশের সেবা করে চলেছে ৷ আমরা সর্বদা তোমাদের ত্যাগের কাছে ঋণী থাকব ৷’’

1932 সালের 8 অক্টোবর ভারতীয় বায়ুসেনা বাহিনী গঠিত হয় ৷ ভারত তখন ঔপনিবেশিক শাসনের অধীনে ৷ তখন এই বাহিনীর আগে ‘‘রয়্যাল’’ কথাটি লেখা হত ৷ এই উপাধিটি দিয়েছিলেন রাজা ষষ্ঠ জর্জ ৷ এই বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয় ৷ 1950 সালে এই রয়্যাল উপাধিটি সরিয়ে নেওয়া হয় ৷

সচিন তেন্ডুলকর ও সুরেশ রায়নাও বায়ুসেনাকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ টুইটারে সচিন লিখেছেন,‘‘ইন্ডিয়ান এয়ার ফোর্স ডে-তে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ৷ যেভাবে নিঃস্বার্থ ও নিরলসভাবে তোমরা দেশের সেবা কর তা বিস্ময়কর ৷ বায়ুসেনার সবাইকে ও তাঁদের পরিবারের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ৷’’

রায়না লেখেন, ‘‘ 88তম ইন্ডিয়ান এয়ার ফোর্স ডের শুভেচ্ছা ৷ আমাদের সাহসী হিরোদের স্যালুট ৷ তোমরা আমাদের গর্বিত করেছ ৷ আমার তরফে তোমাদের শুভেচ্ছা ৷’’

ABOUT THE AUTHOR

...view details