দিল্লি, 4 ফেব্রুয়ারি : কোরোনা প্যানডেমিকের পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ভারতে ৷ তবে দর্শকশূন্য স্টেডিয়ামে ৷ চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে 5 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ় ৷ আর সিরিজ় মাতাতে পারেন বেশ কয়েকজন ক্রিকেটার ৷
আসন্ন সিরিজ়ে সবার নজর যার উপরে থাকবে, তিনি অবশ্যই ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ ক্রিকেট মাঠে, পরাক্রমী, আগ্রাসী, আক্রমণাত্মক, ‘‘বিরাট’’, বিধ্বংসী ও আগ্রাসন বললে যার কথা প্রথমেই মনে পড়ে তিনি বিরাট কোহলি ৷ ইংল্যান্ড বোলার জেমস অ্যান্ডারসনের সুইং, জোফ্রে আর্চারের গতি, ব্রডের আউটসুইং সামলে বড় ইনিংস গড়ার জন্য ভারতীয় থিঙ্কট্যাঙ্কের অন্যতম ভরসা অধিনায়ক বিরাট কোহলি ৷
ভারতের সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়া সফরে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন বিরাট ৷ তারপর পিতৃত্বকালীন ছুটি নিয়ে স্ত্রী অনুষ্কা শর্মার পাশে ছিলেন ৷ কিন্তু প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই নিজের ছাপ ছেড়েছিলেন কোহলি ৷ অজি পেসারদের দাপট সামলে খেলেন 74 রানের ইনিংস ৷ প্রথম টেস্টে প্রতিদ্বন্ধী স্টিভ স্মিথকে ছাপিয়ে যান কোহলি ৷
‘‘ফেভারিট ফোর’’ ক্রিকেটারের তালিকায় স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জো রুটের সঙ্গে আছেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও ৷ টেস্ট ব়্যাঙ্কিংয়ে বর্তমানে চার নম্বরে আছেন তিনি ৷ আসন্ন সিরিজ়ে উপরের তিন জনকে ছাপিয়ে যেতে পারেন তিনি ৷ অধিনায়ক হিসেবেও সব সময় সতীর্থদের পাশে থেকেছেন ‘‘চিকু’’ (সতীর্থরা তাঁকে এই নামেই ডাকেন) ৷
মাত্র 3 বছর বয়সেই ক্রিকেটে হাতেখড়ি ৷ বাবা ছিলেন ফৌজদারি আইনজীবী ৷ মাত্র 54 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷ সেই সময় কর্নাটকের বিরুদ্ধে রণজির একটি ম্যাচ খেলছিলেন বিরাট ৷ বাবার মৃত্যুর খবর তাঁকে জানানো হয় ৷ তবে সবাইকে অবাক করে বাবার শেষকৃত্য সম্পন্ন করে পরের দিন ফের ব্যাটিং করেন বিরাট ৷