পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভাঙলেন সচিনের রেকর্ড, দ্রুততম 12 হাজার রান কোহলির - india vs australia

309টি ম্যাচে 300টি ইনিংস খেলে 12 হাজার রান পূর্ণ করেছিলেন সচিন । আজ এই মাইলস্টোন ছুঁতে কোহলি নিলেন মাত্র 241টি ইনিংস ।

virat kohli breaks sachin tendulker's record to become fastest to score 12000 odi runs
virat kohli breaks sachin tendulker's record to become fastest to score 12000 odi runs

By

Published : Dec 2, 2020, 1:49 PM IST

ক্যানবেরা, 2 ডিসেম্বর : আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতেই সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি । আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে 12 হাজার রানের মাইলস্টোন ছুঁলেন বিরাট । যা করতে তিনি নিলেন মাত্র 241টি ইনিংস ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ়ে হাতছাড়া করলেও ছন্দে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি । আজ সিরিজ়ের তৃতীয় তথা নিয়মরক্ষার ম্যাচেও করলেন 63 রান । এরই সঙ্গে একদিনের ফরম্যাটে সচিনের দ্রুততম 12 হাজার রানের রেকর্ড ভাঙলেন তিনি । 309টি ম্যাচে 300টি ইনিংস খেলে 12 হাজার রান পূর্ণ করেছিলেন সচিন । আজ এই মাইলস্টোন ছুঁতে কোহলি নিলেন মাত্র 241টি ইনিংস । ম্যাচের সংখ্যা 251টি ।

2003 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরিয়নে এই রেকর্ড গড়েন সচিন । সেদিন 98 রানের ইনিংস খেলেছিলেন তিনি । কোহলি হলেন ওয়ানডে-তে 12 হাজার রান পূর্ণ করা ষষ্ঠ ও দেশের দ্বিতীয় ক্রিকেটার ।

ABOUT THE AUTHOR

...view details