দিল্লি, 5 মার্চ : প্রথমবারের জন্য মহিলা টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ভেস্তে যায় সেই ম্যাচ ৷ গ্রুপে শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছানোয় ফাইনালে চলে গেল হরমনপ্রীত কউরের দল ৷
আর ফাইনালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা ৷ তালিকায় আছেন অনেকে ৷ ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা অনেকেই হরমনপ্রীত, শেফালি, স্মৃতি, পুনমদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ৷ ফাইনাল ম্যাচের জন্যও আগাম শুভেচ্ছা জানান বিরাট ৷