পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বছরের শুরুতেই নতুন রেকর্ড বিরাটের - virat creat new record in t20

নতুন রেকর্ড গড়ে বছর শুরু করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ অধিনায়ক হিসাবে টি-20 ক্রিকেটে দ্রুততম 1000 রান করলেন ৷

image
বিরাটের নতুন রেকর্ড

By

Published : Jan 8, 2020, 6:07 PM IST

Updated : Jan 10, 2020, 5:25 PM IST

ইন্দোর, 8 জানুয়ারি : 2019- এ যেখানে শেষ করেছিলেন, 2020 সেখান থেকেই শুরু করলেন ভারত অধিনায়ক ৷ বিরাট মাঠে নামা মানেই রেকর্ডের ছড়াছড়ি ৷ সেই ধারাকেই বজায় রেখেই 2020-র ভারতের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই গড়লেন এক অনন্য রেকর্ড ৷

অধিনায়ক হিসাবে টি-20 ক্রিকেটে দ্রুততম 1000 রান পূর্ণ করলেন বিরাট কোহলি ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে 17 বলে 30 রানে অপরাজিত থাকেন তিনি ৷ এতদিন এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসির দখলে ৷ দক্ষিণ আফ্রিকান অধিনায়ক 31 ইনিংসে 1000 রান পূরণ করেন ৷ বিরাট 30টি ইনিংসে সেই রান পূরণ করলেন ৷ নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন নিয়েছিলেন 36টি ইনিংস ৷ ইংল্যান্ড অধিনায়ক মরগ্যানের লেগেছিল 42 টি ইনিংস ৷

একই সঙ্গে দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসাবে 1000 রানের গণ্ডি পেরোলেন বিরাট ৷ এর আগে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসাবে টি-20 ক্রিকেটে 1000 রানের গণ্ডি পার করেন ৷ ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি ৷ সতীর্থ রোহিত শর্মার থেকে ব্যবধান বাড়িয়ে বর্তমানে বিরাটের রান 2,663 ৷

Last Updated : Jan 10, 2020, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details