মুম্বই, 31 জানুয়ারি : 2021 সালের বিজয় হাজারে ট্রফির ক্যাম্পের জন্য 100 জন ক্রিকেটারের নাম ঘোষণা করল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ, সূর্য কুমার যাদব এবং সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরের নামও এই 100 জনের তালিকায় রয়েছে ৷ এই তালিকায় শিবম দুবে, আদিত্য় তারে, যস্বশী জয়সওয়াল, সরফরাজ খানরাও রয়েছেন ৷ এমসিএ-র তরফে প্রকাশ করা খোলোয়াড়দের তালিকার থেকেই মূল পর্বের জন্য খেলোয়াড় নির্বাচন করবে মুম্বই ক্রিকেট অ্য়াসোসিয়েশন ৷
প্রসঙ্গত, গতকালই বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, যে এবছর রণজি ট্রফির আয়োজন করা হচ্ছে না ৷ এর পিছনে কারণ হিসেবে জানানো হয়েছে, কোরোনা মহামারির কারণে দীর্ঘ ক্রিকেট সূচি করা সম্ভব নয় ৷ তাই সৈয়দ মুস্তাক আলি ট্রফির সফল আয়োজনের পর বিজয় হাজারে ট্রফি এবং মহিলা ক্রিকেটের ওয়ান’ডে টুর্নামেন্ট ও অনূর্ধ্ব উনিশের ভিনু-মাকড় ট্রফি আয়োজন করা হবে ৷