কলকাতা, ২০ মার্চ : টালার পরে এবার কলকাতা ময়দান। কলকাতায় ফের উঠতি ক্রিকেটারের মৃত্যু হল। মৃত ক্রিকেটারের নাম সোনু যাদব। আজ ময়দানে তাঁর ক্লাবের অনুশীলন শেষ হওয়ার পরে সোনু যাদব অসুস্থ বোধ করেন। SSKM-এ নিয়ে যাওয়া হলে সোনুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। প্রাথমিকভাবে অনুমান সানস্ট্রোকে মৃত্যু হয়েছে সোনুর।
ময়দানে উঠতি ক্রিকেটারের অস্বাভাবিক মৃত্যু
কলকাতায় ফের উঠতি ক্রিকেটারের মৃত্যু হল। মৃত ক্রিকেটারের নাম সোনু যাদব। আজ ময়দানে তাঁর ক্লাবের অনুশীলন শেষ হওয়ার পরে সোনু যাদব অসুস্থ বোধ করেন। SSKM-এ নিয়ে যাওয়া হলে সোনুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ বালিগঞ্জ স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা অনুশীলন ম্যাচ খেলছিলেন। ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন একবালপুরের সোনু যাদব। জানা গেছে অনুশীলন ম্যাচের পর অসুস্থবোধ করায় সতীর্থরা তাঁর চোখে মুখে জল দিয়ে গাছের ছায়ায় বসতে বলেন। কিন্তু বিশ্রাম নিলেও সোনুর শারীরিক অবস্থার অবনতি হয়। সোনুর প্রাথমিক চিকিৎসার জন্য দ্রুত CAB-র মেডিকাল ইউনিটে তাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরামর্শমত SSKM-এ নিয়ে যাওয়া হলে ২১ বছরের সোনুকে মৃত বলে জানান চিকিৎসকরা।
বাটা মাঠে সোনুর সঙ্গে অনুশীলন করা সতীর্থরা মৃত্যুর জন্য পরিকাঠামোর অভাবকে দায়ী করেছেন। CAB থেকে বলা হয়েছে বুধবার সূচি অনুযায়ী কোনও ম্যাচ ছিল না। তাই পরিকাঠামো না থাকার কথা মানতে রাজি নয় তারা। হাসপাতাল সূত্রে খবর পেয়ে ময়দান থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।