পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দু'বার তাঁর ভুল সিদ্ধান্তের শিকার হয়েছিলেন সচিন, স্বীকারোক্তি বাকনরের

দু'বার তাঁর ভুল সিদ্ধান্তের শিকার হয়েছিলেন সচিন তেন্ডুলকর । সম্প্রতি একথা স্বীকার করেছেন স্টিভ বাকনর ।

"মানুষ মাত্রেই ভুল হয়", সচিনকে ভুল আউট দেওয়া প্রসঙ্গে সাফাই বাকনরের
"মানুষ মাত্রেই ভুল হয়", সচিনকে ভুল আউট দেওয়া প্রসঙ্গে সাফাই বাকনরের

By

Published : Jun 22, 2020, 8:58 AM IST

দিল্লি, 22 জুন : সচিন তেন্ডুলকরকে দেওয়া আউটের সিদ্ধান্তে ভুল ছিল ৷ একবার নয় দু'বার এই ভুল করেছিলেন তিনি ৷ অবসরের 11 বছর পর একথা স্বীকার করলেন স্টিভ বাকনর ৷ তাঁর সাফাই, তিনিও মানুষ ৷ আর মানুষ মাত্রই ভুল হয় ৷

অস্ট্রেলিয়ায় প্রথমবার তাঁর ভুল সিদ্ধান্তের শিকার হয়েছিলেন সচিন তেন্ডুলকর ৷ 2003 সালের সেই ম্যাচটি ছিল ব্রিসবেনের গাব্বায় ৷ জেসন গিলেসপির বলে সচিনকে LBW দিয়েছিলেন বাকনর ৷ কিন্তু দেকা গেছে বল উইকেটের উপর দিয়ে গিয়েছিল ৷ দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল ইডেন গার্ডেন্সে ৷ 2005 সালে পাকিস্তানের পেসার আবদুর রজ্জাকের বলে সচিনকে কট বিহাইন্ড দিয়েছিলেন ৷ ভেবেছিলেন সচিনের বল ব্যাটে লেগেছে ৷ কিন্তু আদতে তা ঘটেনি ৷

সম্প্রতি বার্বাডোজে ম্যাসন ও গেস্ট রেডিয়ো-র অনুষ্ঠানে সেই ভুলের কথা স্বীকার করে বাকনর বলেন, "দু'বার তেন্ডুলকরকে ভুল আউট দিয়েছিলাম ৷ কোনও আম্পায়ারই ভুল করতে চায় না ৷ সারাজীবন এর অনুতাপ থেকে যায় ৷ ভবিষ্যৎ-ও নষ্ট হয়ে যেতে পারে ৷" তিনি আরও বলেন, "মানুষ মাত্রই ভুল হয় ৷ প্রথমবার ওকে লেগ বিফোর আউট দিয়েছিলাম ৷ কিন্তু বল উইকেটের উপর দিয়ে গেছিল ৷ পরের ঘটনাটি ভারতের ৷ কট বিহাইন্ড দিয়েছিলাম ৷ বল ব্যাটে না ছুঁয়ে পাশ দিয়ে চলে যায় ৷ ম্যাচটি ছিল ইডেন গার্ডেন্সে ৷ যেখানে ভারতের ব্যাটিংয়ের সময় এক লাখ দর্শকের চিৎকারে আপনি কিছুই শুনতে পাবেন না ৷ নিজের এই দুটি ভুলে আমার খারাপ লেগেছিল ৷ কিন্তু আমি বলব, মানুষই তো ভুল করে আর সেটা মেনে নেওয়াটাই উচিত ৷"

তাঁর সময় প্রযুক্তির এত চল ছিল না ৷ তাই ভুলের মাত্রাও বেশি ছিল ৷ বাকনরের মতে, রিভিউ সিস্টেম সহ ক্রিকেটে প্রযুক্তির ব্যবহার সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে ৷ এটা শুধু আম্পায়ারদের জন্যই নয়, ক্রিকেটের সঙ্গে জড়িত সকলের জন্যই মঙ্গল ৷

ABOUT THE AUTHOR

...view details