পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাবা হলেন উমেশ যাদব - umesh yadav blessed with a baby girl

উমেশের স্ত্রী আজ এক কন্য়া সন্তানের জন্ম দেন । আজ দুপুরে টুইটারে তিনি এই খবর জানান । এদিন বিসিসিআইয়ের তরফ থেকে টুইটারে শুভেচ্ছাবার্তা দেওয়া হয় উমেশকে ।

umesh and wife
umesh wife

By

Published : Jan 1, 2021, 7:24 PM IST

দিল্লি,1 জানুয়ারি : টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেও খুশির খবর ভারতীয় ফাস্ট বোলার উমেশ যাদবের ঘরে । বাবা হলেন উমেশ । তাঁর স্ত্রী তন্য়া ওয়াদওয়া আজ এক কন্য়া সন্তানের জন্ম দেন ।

আজ দুপুরে টুইটারে তিনি এই খবর জানান । তিনি লেখেন , 'এটি একটি মেয়ে'। 33 বছর বয়সি ভারতীয় বোলার একটি ছবি পোস্ট করেন । যার মধ্যে লেখা বিশ্বে স্বাগত ছোট্ট রাজকুমারী । তুমি আসাতে আমি রোমাঞ্চিত । উল্লেখ্য তন্য়া ওয়াদওয়ার সঙ্গে 2013 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উমেশ যাদব ।

দ্বিতীয় টেস্টে দল জিতলেও চোট সমস্য়ার সম্মুখীন হয়েছে ভারতীয় দল । বক্সিং ডে টেস্টের দ্বিতীয় টেস্টে বল করার সময় কাফ মাশেলে চোট পেয়ে দল থেকে ছিটকে যান উমেশ যাদব । দেশে ফিরে আসেন তিনি । এর ফলে নবজাতকের সঙ্গে সময় কাটাতে পারবেন তিনি । এদিন বিসিসিআইয়ের তরফ থেকে টুইটারে শুভেচ্ছাবার্তা দেওয়া হয় উমেশকে । সঙ্গে সঙ্গে দ্রুত আরোগ্য কামনা করা হয় তাঁর।

প্রথমবার বাবা হতে চলেছেন বিরাট কোহলি, সেই মুহুর্তে স্ত্রী অনুষ্কার সাথে থাকতে চান তিনি । তাই প্রথম টেস্টের পর পিতৃত্বকালিন ছুটিতে বিরাট ।

আরও পড়ুন : চোটে তৃতীয় টেস্টে নেই উমেশ, অভিষেক হতে পারে নটরাজনের

প্রসঙ্গত অ্য়াডিলেডে 3 উইকেট নেন উমেশ । মেলবোর্নে প্রথম ইনিংসে উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে একটি উইকেট পান উমেশ । এরপরই বল করতে গিয়ে কাফ মাশেলে চোট অনুভব করে মাঠ ছাড়েন তিনি । এরপর আর ফিরতে পারেননি তিনি । চোট গুরুতর হওয়ার বাকি দুটি ম্য়াচ থেকেও ছিটকে যান তিনি । তাঁর জায়গায় দলে আসেন টি নটরাজন । চোটের কারণে ইশান্ত ভারতীয় দলের সাথে অস্ট্রেলিয়া সিরিজ়ে যোগ দিতে পারেননি । এরপর প্রথম টেস্টে চোট পেয়ে ছিটকে যান শামি ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details