পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

13তম IPL কি এবার আরব আমিরশাহিতে ? - সংযুক্ত আরব আমিরশাহী

13তম IPL আয়োজনের প্রস্তাব দিল সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেট বোর্ড ৷

13তম IPL কী এবার আরব আমিরশাহীতে ?
13তম IPL কী এবার আরব আমিরশাহীতে ?

By

Published : Jun 7, 2020, 8:16 AM IST

দুবাই, 7 জুন: প্রথমে প্রস্তাব এসেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে ৷ তবে খুব একটা আমল দেয়নি BCCI ৷ এবার ফের 13তম IPL আয়োজন করার প্রস্তাব দিল সংযুক্ত আরব আমিরশাহি ৷ যদিও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড ৷

29 মার্চ শুরু হওয়ার কথা ছিল 2020 IPL ৷ কোরোনা জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে ৷ চলতি বছরে রয়েছে এশিয়া কাপ, টি-20 বিশ্বকাপের মতো ইভেন্ট ৷ তাই এবছর IPL আদৌও হবে কী না তা নিয়ে রয়েছে ঘোর সংশয় ৷ অক্টোবরে অনুষ্ঠিত হতে চলা কুড়ি বিশের বিশ্বকাপ পিছিয়ে গেলে সেক্ষেত্রে IPL শুরু করার একটা সুযোগ থাকছে ৷ সেদিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷

13তম IPL কী এবার আরব আমিরশাহীতে ?

BCCI-এর এই আশা দেখে IPL আয়োজনের প্রস্তাব দিচ্ছে বিভিন্ন দেশ ৷ অতীতে বিদেশে IPL আয়োজিত হয়েছে ৷ 2014 সালে লোকসভা নির্বাচনের কারণে IPL -এর আসর বসেছিল আরব আমিরশাহিতে ৷ এই বিষয়ে এমিরেটস ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মুবাশির উসমানি জানিয়েছেন, "অতীতে ECB সাফল্য়ের সঙ্গে IPL আয়োজন করেছে ৷ তাছাড়াও প্রচুর দ্বিপাক্ষিক সিরিজ় আয়োজনের অতীত রেকর্ডও রয়েছে ৷ তাই IPL আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে ৷" তিনি আরও বলেছেন, "আমরা ইংল্য়ান্ড ক্রিকেট বোর্ডকেও এদেশে ইংলিশ মরশুম শেষ করার প্রস্তাব দিয়েছি ৷ ভারত ও ইংল্যান্ডের জবাবের অপেক্ষা করছি ৷"

ABOUT THE AUTHOR

...view details