দিল্লি, 9 জুন: বলে লালার ব্যবহার পুরানো অভ্যাস ৷ মাঠে সেই অভ্যাস নিয়ন্ত্রণ করাই বড় চিন্তা দেশের একমাত্র চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের ৷ কোরোনা ঠেকাতে বলে লালার ব্যবহার না করার চেষ্টা করবেন ৷ কিন্তু বেখেয়ালে অভ্যাসবশত লালার ব্যবহার না করে ফেলেন, সেই আশঙ্কাতেই ভুগছেন কুলদীপ ৷
দীর্ঘদিনের অভ্যাস নিয়ন্ত্রণ মুশকিল, স্যালাইভা প্রসঙ্গে মন্তব্য কুলদীপের - কুলদীপ
বলে স্যালাইভার ব্যবহার দীর্ঘদিনের অভ্যাস ৷ কিন্তু ICC নিষিদ্ধ করায় সেই অভ্যাস বদলাতে হবে ৷ মাঠে পুরোনো অভ্যাস নিয়ন্ত্রণ করাই এখন বড় চিন্তা দেশের রিস্ট স্পিনার কুলদীপ যাদবের কাছে ৷
ছোটোবেলার কোচ কপিল পাণ্ডের তত্ত্বাবধানে বাড়ির কাছেই রোভার্স গ্রাউন্ডে অনুশীলন শুরু করেছেন কুলদীপ ৷ এই মাঠেই ক্রিকেটের হাতেখড়ি কুলদীপের ৷ তাঁর কথায়,"লাল বাংলা এরিয়ার রোভার্স গ্রাউন্ডে ট্রেনিং শুরু করেছি ৷ প্রতিদিন দুটি সেশনে অনুশীলন করছি ৷ সকালে 7:30-9:00 পর্যন্ত ফিটনেস ট্রেনিং করছি ৷ বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত নেটে সময় কাটাচ্ছি ৷" সামাজিক দূরত্ব মেনে এক সপ্তাহের মতো আউটডোর ট্রেনিং শুরু করেছেন কুলদীপ ৷ আরও কয়েক সপ্তাহের মধ্যে প্রতিযোগিতামূলক ক্রিকেটের জন্য তৈরি হয়ে যাবেন বলে মনে করছেন তিনি ৷
তবে বছর পঁচিশের এই চায়নাম্যান বোলারের চিন্তা অন্য জায়গায় ৷ কোরোনা পরবর্তী ক্রিকেট বিশ্বে স্যালাইভার ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে ICC ৷ কিন্তু দীর্ঘদিনের এই অভ্যাস কীভাবে ত্যাগ করবেন সেটাই বুঝতে পারছেন না কুলদীপ ৷ বলেছেন,"দেখুন, ছোটোবেলা থেকেই বল চকচকে করতে লালার ব্যবহার করা অভ্যাস ৷ এখন ICC-র নয়া নিয়মের কারণে এই অভ্যাস বদলানোর চেষ্টা করছি ৷"