পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিরাটকে RCB-র নেতৃত্ব থেকে সরানোর সময় এসেছে : গম্ভীর - IPL 2020

গম্ভীরের মতে, কোহলির এবার হাত তুলে দেওয়ার সময় এসেছে ৷

বিরাটকে RCB-র নেতৃত্ব থেকে সরানোর সময় এসেছে, মনে করছেন গম্ভীর
বিরাটকে RCB-র নেতৃত্ব থেকে সরানোর সময় এসেছে, মনে করছেন গম্ভীর

By

Published : Nov 7, 2020, 1:12 PM IST

দিল্লি, 7 নভেম্বর : ক্রোড়পতি লিগের ঝকঝকে ট্রফি এবারও অধরাই রইল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কাছে ৷ এলিমিনেটর পর্বে সানরাইজ়ার্স হায়দরাবাদের কাছে হেরে IPL থেকে এবারের মতো বিদায় নিতে হয়েছে RCB-কে ৷ ভারতীয় দলের অধিনায়কের ক্রিকেট মস্তিষ্কও ট্রফি জয়ের স্বাদ দিতে পারেনি ব্যাঙ্গালোরের টিমকে ৷ তারপরই কোহলির উদ্দেশে কটাক্ষ করেছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর ৷ তাঁর মতে, গত আট বছর ধরে RCB-র অধিনায়ক হিসেবে কিছুই দিতে পারেননি বিরাট কোহলি ৷ তাই কোহলির এবার হাত তুলে দেওয়ার সময় এসেছে ৷ IPL-এ RCB-র ট্রফিহীন দৌড়ের দায় নেওয়ার সময়ও এসেছে ৷

নিজের মন্তব্যকে আরও যুক্তিযুক্ত করে তোলার জন্য রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির উদাহরণ দিয়েছেন গম্ভীর ৷ তাঁর মতে, ধোনি-রোহিতরা একটা টিমের হয়ে বহুদিন ধরে নেতৃত্ব দিচ্ছেন কারণ তারা সেই টিমকে ট্রফি জিততে সাহায্য করেছে ৷ আট বছর ধরে এভাবে ব্যর্থ হলে মুম্বই ইন্ডিয়ান্সও রোহিত শর্মাকে নেতৃত্বে রাখত না বলে মনে করেন তিনি ৷

2011 বিশ্বকাপের ফাইনালের নায়কের কথায়, "আট বছর একটা দীর্ঘ সময় ৷ অশ্বিনের সঙ্গে কী হল দেখুন ৷ কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে দু'বছরের নেতৃত্বকালে প্রত্যাশা পূরণ করতে পারেনি ৷ ফলে ওকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ ধোনি তিনবার IPL জিতেছে, রোহিত শর্মা চারবার ৷ যে কারণে ওরা দীর্ঘ সময় ধরে একটা টিমের নেতৃত্বে রয়েছে ৷ আমি নিশ্চিত, আটবছর ধরে ট্রফি জেতাতে না পারলে রোহিত শর্মাকেও সরানো হত ৷ তাই ভিন্ন লোকের জন্য ভিন্ন নিয়ম হতে পারে না ৷ "

ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর আরও বলেছেন, "সমস্যা ও দায় উপরের দিক থেকে শুরু হয় ৷ কোনও সাপোর্ট স্টাফ বা ম্যানেজমেন্ট নয়, দায় থাকে অধিনায়কের ৷ তুমি নেতা, তুমি ক্যাপ্টেন ৷ কৃতিত্ব পেলে তোমার সমালোচনাও হওয়া উচিত ৷ এমনটা নয় যে কোহলির অভিজ্ঞতা নেই ৷ ও ভারতীয় দলের অধিনায়ক ৷ কিন্তু তোমাকে সঠিক ফলাফল দিতে হবে ৷ খেলাধুলোর জগৎটাই হচ্ছে এমন ৷"

2013 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দায়িত্ব তুলে নিয়েছিলেন কোহলি ৷ ট্রফি জেতা তো দূরের কথা এই আটটি মরশুমে মাত্র তিনবার প্লে অফে খেলতে পেরেছে RCB ৷ এবারও কোনওক্রমে প্লে অফে উঠলেও সেই দৌড় বেশিদূর স্থায়ী হয়নি ৷ গতকাল সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরে ব্যাঙ্গালোরের বিদায়ের পর কোহলির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন প্রাক্তন ক্রিকেটাররা ৷

ABOUT THE AUTHOR

...view details