পশ্চিমবঙ্গ

west bengal

ভারতীয় ক্রিকেটের নতুন কোটিপতি শাহরুখ

By

Published : Feb 19, 2021, 1:08 PM IST

নিলামের পর সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, ‘‘ আমার মায়ের বোন, শাহরুখ খানের বড় ভক্ত ৷ তাই আমার নামও শাহরুখ খানই রাখা হয় ৷

শাহরুখ খান
শাহরুখ খান

দিল্লি, 19 ফেব্রুয়ারি : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বারবার দেখা গিয়েছে বীর-জারার লড়ই ৷ তবে এবার উলটপূরণ ৷ শাহরুখ খান খেলবেন প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংসের হয়ে ৷ তবে এই শাহরুখ বলিউড সুপারস্টার নন ৷ ইনি ক্রিকেটার শাহরুখ ৷ আইপিএল নিলামে যাকে 5কোটি 25 লাখ টাকায় কিনেছে পঞ্জাবের ফ্র্যাঞ্চাইজ়ি দলটি ৷

এক দশক ধরে চেন্নাই সুপার কিংস আইপিএলের অন্যতম সেরা ধারাবাহিক দল ৷ সেই চেন্নাই থেকেই উত্থান শাহরুখের ৷ বৃহস্পতিবার তাঁর জ্যাকপট লাগে ৷ বেস প্রাইস 20 লাখ টাকা হলেও তাঁকে 5কোটি 25 লাখ টাকায় কেনে পঞ্জাব ৷

নিলামের পর সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, ‘‘ আমার মায়ের বোন, শাহরুখ খানের বড় ভক্ত ৷ তাই আমার নামও শাহরুখ খানই রাখা হয় ৷

সদ্য শেষ হওয়া সৈয়দ মুস্তাক আলি টি-20 টুর্নামেন্টে যেটুকু সুযোগ পেয়েছিলেন, তার দুরন্ত ব্যবহার করেন তিনি ৷ মূলত হার্ড হিটিং ব্যাটসম্যান হিসেবেই পরিচিত তিনি ৷

কোয়ার্টার ফাইনালে হিমাচল প্রদেশের বিরুদ্ধে অপরাজিত 19 বলে 40 রানের ইনিংস খেলেন তিনি ৷ ফাইনালেও 7 বলে 18 রানে অপরাজিত থাকেন ৷ তবে শুধু ব্য়াটই নয়, তিনি অফস্পিন বোলিংও করতে পারেন ৷

আরও পড়ুন : শাকিব-ভাজ্জি... আর কাকে কেকেআর-এর ক্রয় করল

শাহরুখ বলেন, ‘‘ আমি যখন ছোটো ছিলাম অফস্পিন বোলিং করতাম ৷ কিন্তু তারপর আমি দ্রুত গতিতে বোলিং শুরু করি ৷’’ তাঁর বাবাও লোয়ার ডিভিশন ক্রিকেট খেলেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details