দিল্লি, 19 ফেব্রুয়ারি : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বারবার দেখা গিয়েছে বীর-জারার লড়ই ৷ তবে এবার উলটপূরণ ৷ শাহরুখ খান খেলবেন প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংসের হয়ে ৷ তবে এই শাহরুখ বলিউড সুপারস্টার নন ৷ ইনি ক্রিকেটার শাহরুখ ৷ আইপিএল নিলামে যাকে 5কোটি 25 লাখ টাকায় কিনেছে পঞ্জাবের ফ্র্যাঞ্চাইজ়ি দলটি ৷
এক দশক ধরে চেন্নাই সুপার কিংস আইপিএলের অন্যতম সেরা ধারাবাহিক দল ৷ সেই চেন্নাই থেকেই উত্থান শাহরুখের ৷ বৃহস্পতিবার তাঁর জ্যাকপট লাগে ৷ বেস প্রাইস 20 লাখ টাকা হলেও তাঁকে 5কোটি 25 লাখ টাকায় কেনে পঞ্জাব ৷
নিলামের পর সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, ‘‘ আমার মায়ের বোন, শাহরুখ খানের বড় ভক্ত ৷ তাই আমার নামও শাহরুখ খানই রাখা হয় ৷