পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্বজয়ের 13 বছর, পাকিস্তানকে হারিয়ে আজকের দিনে টি-20 বিশ্বকাপ জিতেছিল ভারত - মহেন্দ্র সিং ধোনি

বিশ্বকাপ জয়ের পাশাপাশি সেদিন ভারতীয় ক্রিকেট পেয়েছিল মহেন্দ্র সিং ধোনির মতো লড়াকু ও ঠান্ডা মাথার অধিনায়ক ।

Wc
Wc

By

Published : Sep 24, 2020, 3:07 PM IST

Updated : Sep 24, 2020, 4:09 PM IST

দিল্লি, 24 সেপ্টেম্বর : 2007 সালের 24 সেপ্টেম্বর । 13 বছর আগে আজকের দিনেই ইতিহাস গড়েছিল ভারতীয় ক্রিকেট দল । চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে টি-20 বিশ্বকাপের প্রথম সংস্করণ জিতে নিয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত । সেই গর্বের জয়ের আজ 13 বছর পূর্তি ।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ফাইনালে একঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়ে নেমেছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । তারুণ্যের উপর ভর করে সেদিনের রুদ্ধশ্বাস ফাইনাল জয় পরবর্তীকালে বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দেশে পরিণত করেছিল ভারতকে । বিশ্বকাপ জয়ের পাশাপাশি ভারতীয় ক্রিকেট পেয়েছিল মহেন্দ্র সিং ধোনির মতো লড়াকু ও ঠান্ডা মাথার অধিনায়ক ।

আগে ব্যাটিং করে 5 উইকেটে 157 রান করে ভারত। জবাবে 3 বল বাকি থাকতেই 152 রানে গুটিয়ে যায় পাকিস্তান । ফাইনালের শেষ ওভারের কথা মনে থাকবে তামাম ক্রিকেটপ্রেমীর মনে । শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল 13 রান । হাতে ছিল এক উইকেট । পাকিস্তানের ব্যাটসম্যান মিসবা-উল-হক ক্রিজ আঁকড়ে পড়েছিলেন । যোগিন্দর শর্মার তৃতীয় বলে আউট হয়ে যান তিনি । মিসবা ফিরতেই 5 রানে ম্যাচ জিতে ট্রফি ঘরে তোলে ভারত ।

দিনটিকে স্মরণ করে ম্যাচের শেষ ওভারের একটি ভিডিয়ো পোস্ট করেছে BCCI ।

Last Updated : Sep 24, 2020, 4:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details