পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফ্যান নেই, চিয়ারলিডার নেই ; এবারের IPL- এ থাকছে না উদ্বোধনী অনুষ্ঠানও

গতবছরই উদ্বোধনী অনুষ্ঠানের জাঁকজমকে ভাটা পড়েছিল । আর চলতি বছরের কোরোনা প্যানডেমিকের সময় কোনওরকম উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হচ্ছে IPL ।

Sharukh
Sharukh

By

Published : Sep 17, 2020, 11:46 AM IST

আবু ধাবি, 17 সেপ্টেম্বর : IPL-এর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান এই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ । শাহরুখ, সলমান, ক্যাটরিনা, অনুষ্কাদের মতো বলিউডি তারকাদের নাচ, গানের মিলমিশে এক মোহময়ী রাত । গতবছর উদ্বোধনী অনুষ্ঠানের জাঁকজমকে ভাটা পড়েছিল । আর চলতি বছরের কোরোনা প্যানডেমিকের সময়ে কোনওরকম উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হচ্ছে IPL ।

গতবছরই সিদ্ধান্ত হয়েছিল, 2020 থেকে IPL- এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করা হবে না । মঞ্চে থাকবে না হলিউড বা বলিউডের তারকারা । বোর্ড কর্তাদের মনে হয়েছিল এটা টাকার অপচয় ছাড়া আর কিছুই নয় । 2019 মরশুমে অনুষ্ঠানে কাটছাঁট করে সেই টাকা পুলওয়ামার শহিদদের পরিবারের সাহায্যে তুলে দিয়েছিল BCCI । তারপর থেকেই বোর্ডের এই বোধোদয় ।

কিন্তু একেবারেই কিছু হবে না সেটা নয় । যদিও কোরোনার কারণে সেটুকুও হচ্ছে না । সংক্রমণ থেকে বাঁচতে ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ সকলকেই জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে । আবু ধাবির দর্শকশূন্য স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স । ওপেনিংয়ের দিন সব দলের অধিনায়কদের উপস্থিত করার কথা ভাবা হয়েছিল । কিন্তু IPL শুরুর আগে থেকেই যেভাবে কোরোনা হানা দিয়েছে তাতে হয়ত এই পরিকল্পনাও ভেস্তে যেতে পারে ।

দর্শক তো থাকছেই না । থাকছে না চিয়ারলিডারও । মাঠে যতটা সম্ভব কম মানুষের উপস্থিতি চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহ, ব্রিজেশ পটেলরা । তাই এমন সিদ্ধান্ত ।

ABOUT THE AUTHOR

...view details