পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ডাগ আউটে বসায় বিধি নিষেধ নেই : সৌরভ - delhi

শুক্রবার KKR-এর বিরুদ্ধে খেলবেন শিখর ধাওয়ান, কাগিসো রাবাডারা। দলের পরামর্শদাতা হিসেবে ডাগ আউটে বসবেন সৌরভ। কোনও রাখঢাক না করেই জানিয়েছেন, তাঁর ডাগ আউটে বসার ওপরে কোনও বিধি নিষেধ নেই।

CAB প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি

By

Published : Apr 11, 2019, 12:55 PM IST

কলকাতা, 11 এপ্রিল : শ্রেয়াস আইয়ার, পৃথ্বী শাহ-দের ক্রিকেট পরামর্শদাতার দীর্ঘকালীন ভূমিকা আদতে কোচ সৌরভ গাঙ্গুলির আত্মপ্রকাশের ড্রেস রিহার্সাল। গতকাল ইডেন ছাড়ার আগে তারই ইঙ্গিত দিলেন CAB প্রেসিডেন্ট স্বয়ং। IPL-র গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে দিল্লি ক্যাপিট্যালস কলকাতায়। শুক্রবার KKR-এর বিরুদ্ধে খেলবেন শিখর ধাওয়ান, কাগিসো রাবাডারা। দলের পরামর্শদাতা হিসেবে ডাগ আউটে বসবেন সৌরভ। কোনও রাখঢাক না করেই জানিয়েছেন, তাঁর ডাগ আউটে বসার ওপরে কোনও বিধি নিষেধ নেই। CAB প্রেসিডেন্ট হিসেবে ইডেনের মাঠের অবস্থা দেখলেন। খোঁজ নিলেন ম্যাচের আয়োজনের সব ব্যবস্থা হয়েছি কি না।

ফিরোজ শাহ কোটলায় কলকাতার সঙ্গে ম্যাচটি সুপার ওভারে গড়িয়েছিল। KKR-এর পেশি শক্তি বনাম কাগিসো রাবাডার গতির লড়াইয়ে মেঘনাদের ভূমিকা নেবে 'দাদা' সৌরভের মগজাস্ত্র। তাই দিল্লি ক্যাপিট্যালসের প্রোটিয়া পেসারে আস্থা রাখলেও সৌরভ বহু প্রশ্নেও রাসেল বধের অস্ত্র সম্বন্ধে ক্লু দিতে রাজি হলেন না। অধিনায়ক শ্রেয়াস আইয়ারের সঙ্গে আলোচনা করে ছক সাজাবার কথা বললেন। একই সঙ্গে রাসেলের পেশি শক্তি সম্বন্ধে নিজের মুগ্ধতাও গোপন করেননি।

ইডেনের পিচ নিয়েও সৌরভ স্পিকটি নট। তবে 15 এপ্রিল বিশ্বকাপের দল ঘোষণা হবে। তা নিয়ে কথা বলতে গিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন শুধু IPL নয় সামগ্রিক পারফরম্যান্সের হিসেব দল বাছার সময় মাথায় রাখা উচিত। প্রশাসকের গাম্ভীর্য নয়, সৌরভের শরীরিভাষায় চেনা চনমনে ভাব। প্রাক্তন ক্রিকেট তারকা বলছেন, মাঠে ফিরতে পারার তৃপ্তি ভালোলাগা ফিরিয়ে দিয়েছে। 2012 সালের 12 মে পর সৌরভ গাঙ্গুলি ফের ইডেনে এবং বিপক্ষ ডাগ আউটে। যা আবার বঙ্গভঙ্গের পরিস্থিতি তৈরি করতে পারে। কলকাতার সমর্থন যে চিরকাল তিনি পেয়ে থাকেন তা জানেন। তবে 12 এপ্রিলের ম্যাচে পুরো ইডেনের সমর্থন তাঁর চাই একথা শত প্রশ্নেও বলানো যায়নি।

সৌরভ বলুন বা না বলুন মহারাজ বনাম বাদশা - অদৃশ্য ক্রিকেটিয় দ্বৈরথ দেখতে শহর তেতে উঠছে। ইতিমধ্যেই 400 টাকার টিকিটের দাম 1400 টাকায় কালো বাজারে বিক্রি হচ্ছে। মহামেডান ক্লাব চত্বর, ময়দানের বটতলায় দিনে দুপুরে ব্ল্যাকাররা টিকিট নিয়ে দর হাঁকছেন। এবং যাবতীয় কর্মকাণ্ড ঘটছে কর্তব্যরত পুলিশের নাকের ডগায়। কালোবাজারে টিকিটের দামের কথা শুনে সৌরভ বিস্মিত। কালোবাজারি বন্ধ করা হচ্ছে না কেন, এই প্রসঙ্গে সৌরভ বলেন, 'আমরা কেন করব? CAB ম্যাচের আয়োজক নয়। আয়োজক KKR", শাহরুখ খানের দিকে বল ঠেলে লিফটে উঠে গেলেন CAB প্রেসিডেন্ট।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details