আবু ধাবি, 7 নভেম্বর : অনেক দ্বিধা-দ্বন্দ্ব, একাধিক প্রশ্নের মুখে দাঁড়িয়ে শুরু হয়েছিল 13তম IPL ৷ আরব আমিরশাহীতে সেই মেগা টুর্নামেন্ট একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে ৷ আগামী সপ্তাহের মঙ্গলবার শেষ হচ্ছে 53 দিনের এই মহাযজ্ঞ ৷ দিন-রাত এক করে 300 মানুষের অক্লান্ত পরিশ্রমে মরুশহরে এই টুর্নামেন্ট বিপুল সাফল্যের মুখ দেখেছে ৷ যেখানে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ টুর্নামেন্টের শেষ লগ্নে এসে সৌরভের সেই সময়কার কথা মনে পড়ছে যেদিন কোরোনা প্যানডেমিকের কারণে IPL শেষ করতে পারবেন কি না তা নিয়ে ধন্দে ছিলেন সৌরভ ৷
ফাইনালের বল গড়ানোর আগেই আমিরশাহী পৌঁছে গেছেন সৌরভ ৷ BCCI সভাপতি হিসেবে প্রথমবার IPLআয়োজন করার সাফল্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ৷ এই সময়ে দাঁড়িয়ে প্রথমদিকে বাধাগুলির কথা মনে পড়ছে সৌরভের ৷ তিনি বলেছেন, "টুর্নামেন্ট শেষ করতে পারব কি না সেটাই জানতাম না ৷ কারণ এর আগে কোনওদিন বায়ো বাবল তৈরি করা হয়নি ৷ ইংল্যান্ড নিজেদের দেশে যেভাবে সিরিজ় আয়োজন করেছিল সেটা দেখে শেখার চেষ্টা করেছিলাম ৷ কিন্তু এখানে ঝুঁকিটা আরও বেশি ছিল ৷ কারণ ওটা দ্বিপাক্ষিক সিরিজ় ছিল ৷ আর এখানে প্রায় 300 মানুষ জড়িয়ে রয়েছে ৷"