পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোরোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে স্থগিত - ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা একটি বিবৃতি দিয়ে তাদের এক ক্রিকেটারের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে ৷

South Africa vs England
South Africa vs England

By

Published : Dec 4, 2020, 5:21 PM IST

দিল্লি, 4 ডিসেম্বর : স্থগিত হয়ে গেল দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচ ৷ দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার কোরোনায় আক্রান্ত হওয়ায় তিন ম্যাচের সিরিজ়ির প্রথম ম্যাচ স্থগিত হয়ে যায় ৷

আজ নিউল্যান্ডে সকাল 11টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ৷ কিন্তু ম্যাচ শুরুর মাত্র এক ঘণ্টা আগে তা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ ম্যাচটি হবে রবিবার ৷

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা একটি বিবৃতি দিয়ে এক ক্রিকেটারের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে ৷ ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের যৌথ বিবৃতিতে জানানো হয়, ‘‘দুই দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল ও ম্যাচের সঙ্গে জড়িত সবার নিরাপত্তার জন্য দুই বোর্ডের সম্মতিতে এই ম্যাচ বাতিল করা হচ্ছে ৷ দুই বোর্ডের সম্মতিতে এই ম্যাচটি রবিবার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷’’

আরও পড়ুন :- রাহুল ও জাদেজার ব্য়াটে ভর করে 161 রান তুলল ভারত

সিরিজ় শুরুর আগেও দক্ষিণ আফ্রিকার কয়েকজন ক্রিকেটার কোরোনায় আক্রান্ত হয় ৷ 19 নভেম্বর এক ও 21 নভেম্বর আরও এক ক্রিকেটার কোরোনায় আক্রান্ত হয় ৷ তিন ম্যাচের টি-20 সিরিজ়ের ম্য়াচগুলি হয় 27, 29 নভেম্বর ও 1 ডিসেম্বর ৷ তিন ম্যাচের সিরিজ় 3-0 ব্যবধানে জেতে ইংল্যান্ড ৷

প্রথম ম্যাচ স্থগিত হলেও পরবর্তী দু'টি ম্যাচ নির্দিষ্ট সূচি অনুযায়ী 6 ও 9 ডিসেম্বর হওয়ার কথা ৷

ABOUT THE AUTHOR

...view details