কলকাতা, 3 ফেব্রুয়ারি : সিএবি ফিরল চেনা মেজাজে । প্রতি বছরের মতো এবারও 41তম ফ্র্যাঙ্ক ওরাল ডে রক্তদান উৎসব আয়োজন করেছিল রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থা । রক্তদাতাদের হাতে মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর সই করা সার্টিফিকেট তুলে দেওয়া হয় ।
‘‘কোরোনা পরিস্থিতির মধ্যে আয়োজন শুধু নিয়ম না, কঠিন সময়ের মধ্যে থেকে বেরিয়ে এসে স্বাভাবিকভাবে পথে হাঁটার চেষ্টা,’’ বলেছেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া । অন্যবারের থেকে জৌলুস অনেক কম । তবে সাবধানতা বেশি । দিনটি সিএবির প্রতিষ্ঠা দিবসও বটে । তাই নতুনভাবে পথ চলার রূপরেখা আঁকার কথাও বলছেন সিএবি প্রেসিডেন্ট ।
কোরোনা ভাইরাসের কারণে গত বছর ক্রিকেট মরশুম বন্ধ করে দেওয়া হয়েছিল । এবছর ইতিমধ্যে শুরু করতে দেরি হয়ে গিয়েছে । তবে যে ক'টি দিন রয়েছে তা কাজে লাগাতে সিএবি আগ্রহী । ইতিমধ্যে প্রথম এবং দ্বিতীয় ডিভিশন ক্রিকেট দলগুলোর দলবদল চলছে । যা 9 ফেব্রুয়ারিতে সম্পূর্ণ হবে । তারপর 13 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেট । তবে লিগ আয়োজনের ভাবনা আপাতত সরিয়ে জেসি মুখোপাধ্যায় এবং এস সি ঘোষ টি-20 টুর্নামেন্ট দিয়ে কলকাতা ময়দানে ঘরোয়া ক্রিকেট শুরু হবে ।
ঘরোয়া লিগ শুরু হচ্ছে কলকাতার ময়দানে আরও পড়ুন : ভারতের মাটিতে থ্রি-লায়নসদের তুরুপের তাস অ্যান্ডারসন
অংশগ্রহণকারী দলগুলোকে কয়েকটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা দ্রুত সম্পাদনের পরিকল্পনা করেছে সিএবি । যা নিয়ে ইতিমধ্যে একপ্রস্থ আলোচনা হয়েছে । বৃহস্পতিবার বাকি আলোচনা ক্লাব প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সেরে ফেলা হবে বলে অভিষেক ডালমিয়া জানিয়েছেন ৷ রণজি ট্রফি এই মরশুমে হবে না । তার বদলে বিজয় হাজারে ট্রফির আয়োজন করবে বিসিসিআই । সেই টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী সিএবি । সেকথা বোর্ডকে জানিয়েও দিয়েছে তারা ।