পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জয় দিয়ে বিজয় হাজারে শুরু করল বাংলা - Vijay Hazare Trophy

70 রানে জয় পেয়ে খুশি বাংলার অধিনায়ক অনুস্টুপ মজুমদার বলেছেন প্রথম ম্যাচ সবসময় কঠিন । প্রথম ম্যাচে বড় জয় নিসন্দেহে ভালো দিক।

জয় দিয়ে বিজয় হাজারে শুরু করল বাংলা
জয় দিয়ে বিজয় হাজারে শুরু করল বাংলা

By

Published : Feb 21, 2021, 9:22 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি : দাপুটে জয় দিয়ে বিজয় হাজারে ট্রফিতে যাত্রা শুরু করল বাংলা ক্রিকেট দল । রবিবার ইডেনে প্রতিপক্ষ সার্ভিসেসকে 70 রানে হারাল অনুস্টুপ মজুমদাররা ৷ প্রথমে ব্যাট করে 50 ওভারে 6 উইকেটে 315 রান তোলে বাংলা দল ।

অধিনায়ক অনুস্টুপ মজুমদার 58 রান করেন । তাঁকে যোগ্য সঙ্গত দিলেন নবাগত কাইফ আহমেদ । 52 বলে 75 রান করে ম্যাচের সেরা তিনি । বাংলার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পেরে খুশি কাইফ । জবাবে ব্যাট করতে নেমে সার্ভিসেস নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে । ইশান পোড়েল, মুকেশ কুমার, শাহবাজ আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সার্ভিসেসের ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেননি । রজত পালিওয়ালের 90 এবং পুলকিত নারাংয়ের 53 ছাড়া বাকিরা বাংলার বোলারদের সামলাতে ব্যর্থ । 49.4 ওভারে শেষ হয়ে যায় সার্ভিসেস । বাংলার হয়ে ইশান, মুকেশ, আকাশ ও শাহবাজ প্রত্য়েকে 2টি করে উইকেট নেন ৷ অর্নব নিয়েছেন একটি উইকেট ৷

আরও পড়ুন : নবম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয় জকোভিচের

70 রানে জয় পেয়ে খুশি বাংলার অধিনায়ক অনুস্টুপ মজুমদার বলেছেন প্রথম ম্যাচ সবসময় কঠিন । প্রথম ম্যাচে বড় জয় নিসন্দেহে ভালো দিক। বোলাররা যেমন ভালো বল করেছে । তেমনই কাইফের মত নবাগত ক্রিকেটার দ্রুত রান তুলতে বড় ভূমিকা নিয়েছে । যা বোলারদের কাজ কিছুটা হলেও সাহায্য করেছে । কাইফ বলছেন ব্যাট করার সময় দ্রুত রান তোলার বিষয়টি মাথায় ছিল । সেভাবেই ব্যাট করার চেষ্টা করেছিলেন। প্রথম জয়ের রেশ ধরে রাখার কথা বলছেন অনুস্টুপ । মুস্তাক আলি ট্রফির ভুল শুধরে সামনে তাকাতে চাইছে বাংলা ।

ABOUT THE AUTHOR

...view details