হায়দরাবাদ, 9 জানুয়ারি : বিতর্কিত TV শো নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ৷ একটি TV শো-তে মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি ৷ তারপরই তাঁকে এবং ওপেনার লোকেশ রাহুলকে কয়েকটি ম্যাচ নির্বাসন দেয় BCCI ৷
নির্বাসন কাটিয়ে জাতীয় দলে ফেরেন হার্দিক ৷ বিশ্বকাপেও ভারতীয় দলের হয়ে মাঠে নামেন এই অলরাউন্ডার ৷ কিন্তু বেশ ফের চোট পান তিনি ৷ তারপর হাঁটুর অস্ত্রপ্রচারের জন্য কয়েকমাস দলের বাইরে তিনি ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় A দলে ফিরছেন হার্দিক ৷