পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টেস্টে একেই বিরাট, ব়্যাঙ্কিংয়ে পিছোলেন পূজারা-রাহানে - টেস্ট ক্রিকেটে ৡাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি

সদ্য প্রকাশিত ICC টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ অন্যদিকে এক ধাপ পিছোলেন চেতেশ্বর পূজারা ও দুই ধাপ পিছোলেন অজিঙ্কা রাহানে ৷

image
সবার উপরে বিরাট

By

Published : Jan 8, 2020, 6:34 PM IST

দিল্লি, 8 জানুয়ারি : টেস্ট ক্রিকেট ব়্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ যদিও এক ধাপ পিছোলেন চেতেশ্বর পূজারা ও দুই ধাপ পিছোলেন অজিঙ্কা রাহানে ৷ বুধবারই নতুন টেস্ট ব়্যাঙ্কিং প্রকাশ করে ICC ৷

928 পয়েন্ট নিয়ে সবার উপরে কোহলি ৷ দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার স্টিভ স্মিথের পয়েন্ট 911 ৷ অন্যদিকে পূজারা এক ধাপ নেমে আছেন 6 নম্বরে ৷ পূজারার পয়েন্ট 791 ৷ দুই ধাপ পিছিয়ে রাহানে আছেন 9 নম্বরে ৷ চোটের কারণে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকা জসপ্রীত বুমরার বোলারদের ব়্যাঙ্কিংয়ে নিজের ছয় নম্বর স্থান ধরে রেখেছেন ৷

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মারনাস লাবুসচাগনে নিজের কেরিয়ার সেরা ব়্যাঙ্কিংয়ে উঠে এলেন ৷ 25 বছরের এই ব্যাটসম্যান শেষ দুটি ইনিংসে করেছেন 215 এবং 59 রান ৷ ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে তিনি রয়েছেন তিনে ৷ বোলারদের ব়্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন অস্ট্রেলিয়ান বোলার প্যাট ক্যামিন্স ৷

ABOUT THE AUTHOR

...view details