পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

"শক্ত হও, ধৈর্য রাখো"; সূর্যকুমারের উদ্দেশে বার্তা শাস্ত্রীর - IPL 2020 news

মুম্বইয়ের হয়ে ম্যাচ ফিনিশ করার পর আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, তিনিও আছেন ।

"শক্ত হও, ধৈর্য রাখো"; সূর্যকুমারের উদ্দেশে বার্তা শাস্ত্রীর
"শক্ত হও, ধৈর্য রাখো"; সূর্যকুমারের উদ্দেশে বার্তা শাস্ত্রীর

By

Published : Oct 29, 2020, 10:28 AM IST

আবু ধাবি, 29 অক্টোবর : মনকে শক্ত করে ধৈর্য রাখো । রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচের পর মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে এই পরামর্শ দিলেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী ।

নীল জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্নটা এখনও বাস্তবের রূপ দেখেনি । IPL ও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে নিজেকে প্রমাণিত করলেও জাতীয় নির্বাচকদের সুনজরে পড়েননি মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান সূর্যকুমার যাদব । আশা থাকলেও ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে ডাক পাননি এই ব্যাটসম্যান । স্বভাবতই হতাশ তিনি । ব্যাটেই সেই উপেক্ষার জবাব দিয়েছেন সূর্য । বুধবার আবু ধাবিতে 43 বলে অপরাজিত 79 রানের দুরন্ত ইনিংস খেলে ঝাল মেটালেন সূর্যকুমার । মুম্বইয়ের হয়ে ম্যাচ ফিনিশ করার পর আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, তিনিও আছেন । সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ।

তরুণ ব্যাটসম্যানের হতাশা বুঝতে পেরেছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী । তাঁর প্রশংসা করে শাস্ত্রী টুইটারে লেখেন, "সূর্য নমস্কার । শক্ত থাকো ও ধৈর্য রাখো সূর্যকুমার যাদব ।" চলতি IPL -এ 12টি ম্যাচে এখনও পর্যন্ত সূর্যকুমারের সংগ্রহ 362 রান । গড় 40.22 । স্ট্রাইক রেট 155.36 ।

জাতীয় দলে সুযোগ না পাওয়ায় সতীর্থের হতাশার কথা প্রকাশ করেছেন কায়রন পোলার্ডও । ক্যারিবিয়ান তারকা বলেছেন, "ভিতর থেকে সূর্যকুমার খুব হতাশ হয়ে পড়েছে । কিন্তু এই কঠিন পরিশ্রমের ফল ও পাবেই । সময়ের আগে কেউ কখনও কিছু পায়নি । ওর সময়ও আসবে ।"

ABOUT THE AUTHOR

...view details