দিল্লি, 28 জুন: জুলাই থেকেই শুরু হয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ৷ ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ় সফর দিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট৷ পাকিস্তানও আজ ইংল্যান্ড সফরে উড়ে গেছে ৷ বাকি ক্রিকেট খেলিয়ে দেশগুলিও বাইশ গজে ফেরার তোড়জোড় করছে ৷ কিন্তু ভারতীয় দলের ক্ষেত্রে তেমন কোনও খবর নেই ৷ কিছু কিছু ক্রিকেটার নিজেদের উদ্যোগে অনুশীলনে ফিরেছেন ৷ তবে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটাররা কবে অনুশীলনে নামবেন তা নিয়ে এখনও জানায়নি BCCI ৷
কবে অনুশীলনে ফিরবে ভারতীয় দল ? ইঙ্গিত দিলেন সৌরভ - BCCI
কোহলি, রোহিতদের অনুশীলনে ফিরতে এখনও মাসখানেকের অপেক্ষা ৷
জাতীয় দলের ক্রিকেটারদের ফেরা নিয়ে উৎসাহী ক্রিকেট অনুরাগীরাও ৷ তবে বোর্ড আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর মতে, কোহলি ব্রিগেডের মাঠে ফিরতে এখনও কমপক্ষে একমাস বাকি ৷ অন্তত অগাস্টের আগে তো কোনওভাবেই অনুশীলন শুরু হবে না ৷ তার বেশিও সময় লাগতে পারে ৷
এখন ভারতীয় বোর্ডের ভাবনায় IPL ৷ তবে কবে, কোথায়, কীভাবে আয়োজিত হবে এই টি-20 টুর্নামেন্ট তা নিয়ে ভাবনাচিন্তা করছে BCCI ৷ টি-20 বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে বোর্ড ৷ তার মধ্যেই একমাস পরে হলেও অনুশীলনে ফিরবে ভারতীয় দল ৷