পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক তামিম ইকবাল

পাঁচ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন মাশরাফি মোর্তাজা ৷ বোর্ডের গভর্নিং বডির বৈঠকের পর পরবর্তী অধিনায়ক হিসেবে তামিমের নাম ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজ়মুল হাসান ৷

image
তামিম ইকবাল

By

Published : Mar 9, 2020, 10:24 AM IST

ঢাকা, 9 মার্চ : বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচিত হলেন ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল ৷ পেসার মাশরাফি মোর্তাজা অধিনায়কত্ব ছাড়ার পর তাঁকে এই দায়িত্ব দেওয়া হল ।

পাঁচ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন মাশরাফি মোর্তাজা ৷ বোর্ডের গভর্নিং বডির বৈঠকের পর তামিমের নাম ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজ়মুল হাসান ৷

তামিমের নাম ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, ‘‘আমরা প্রথমে স্বল্প সময়ের জন্য অধিনায়ক নির্বাচিত করার কথা ভোবোছিলাম ৷ সেক্ষেত্রে সামনের বছরে পূর্ণ সময়ের জন্য অধিনায়ক নির্বাচন করা হত ৷ কিন্তু আমরা সবাই এর বিপক্ষে যাই ও তামিমকে অধিনায়ক নির্বাচিত করা হয় ৷ তামিম দীর্ঘ সময়ের জন্য এই দায়িত্ব পালন করবে বলে আমাদের আশা ৷’’

এর আগেও বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব সামলেছেন তামিম ইকবাল ৷ গত বছর জুলাইয়ে মোর্তাজার চোট থাকায় শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি ৷ কিন্তু, ওই সিরিজ়ে বাংলাদেশ সবকটি ম্যাচ হেরে যায় ৷ 1 এপ্রিল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নতুন ইনিংস শুরু করবেন তামিম ৷

ABOUT THE AUTHOR

...view details