পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মাশরাফি মোর্তাজার ফেলে যাওয়া জুতোয় পা গলানো সহজ নয় : তামিম

সম্প্রতি জিম্বাবোয়ের বিরুদ্ধে দুই ম্যাচের টি-20 সিরিজ় ও তিন ম্যাচের একদিনের সিরিজ়ে জয়লাভ করেছে বেঙ্গল টাইগাররা ৷ তারপরই অধিনায়কত্ব ছাড়েন মোর্তাজা ৷ 8 মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তামিমকে নতুন অধিনায়ক ঘোষণা করেন ৷

image
তামিম ইকবাল

By

Published : Mar 16, 2020, 5:16 AM IST

ঢাকা, 16 মার্চ : বাংলাদেশ অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাশরাফি মোর্তাজা ৷ পরিবর্তে তাঁর জায়গায় অধিনায়কত্বের গুরু দায়িত্ব এসেছে ওপেনার ও সিনিয়র ক্রিকেটার তামিম ইকবালের কাঁধে ৷ কিন্তু মাশরাফির ফেলে যাওয়া জুতোয় পা গলানো সহজ হবে না বলেই মানছেন তামিম ৷

সম্প্রতি জিম্বাবোয়ের বিরুদ্ধে দুই ম্যাচের টি-20 সিরিজ় ও তিন ম্যাচের একদিনের সিরিজ়ে জয়লাভ করেছে বেঙ্গল টাইগাররা ৷ তারপরই অধিনায়কত্ব ছাড়েন মোর্তাজা ৷ 8 মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তামিমকে নতুন অধিনায়ক ঘোষণা করেন ৷

তামিম মনে করেন, বাংলাদেশ অধিনায়ক হিসাবে মোর্তাজা দুরন্ত কাজ করেছেন ৷ এবং তাঁর জায়গা নেওয়া সহজ হবে না ৷

একটি সাক্ষাৎকারে তামিম বলেন, " আমি ভাগ্যবান, মোর্তাজার সঙ্গে আমার মধুর সম্পর্ক ৷ আমি খুব কাছ থেকে তাঁকে দেখেছি ৷ আমরা একসঙ্গে অনেক ম্যাচ খেলেছি ৷ আমি জানি মোর্তাজা কেমন করে ভাবত ৷ কিন্তু সোজাসুজি ওর জুতোয় পা গলানো সহজ হবে না ৷ আমি যদি সমস্যায় পড়ি, মোর্তাজাই প্রথম ব্যাক্তি যাঁর কাছে আমি সাহায্য চাইব ৷"

অধিনায়ক হিসেবে 50টি ওয়ান-ডে ম্যাচে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন মাশরাফি মোর্তাজা ৷ নব নিযুক্ত অধিনায়ক হিসেবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তামিম ৷ জাতীয় দলের অধিনায়কত্বের ব্যাটন হাতে পেয়ে উচ্ছসিত তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details