পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

"টি-20 বিশ্বকাপ স্থগিত হলে IPL-এর দরজা খুলে যাবে"

টি-20 বিশ্বকাপ স্থগিত হওয়ার জন্য IPL হলে বছরের শেষে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ় হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে, আশা করছেন টেলর ।

IPL
IPL

By

Published : May 17, 2020, 7:00 PM IST

মেলবোর্ন, 17 মে: অক্টোবরে অস্ট্রেলিয়ার টি-20 বিশ্বকাপ স্থগিত হলে IPL-এর দরজা খুলে যেতে পারে । এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক টেলর । কোরোনা আতঙ্কে কুড়ি-বিশের বিশ্বকাপ পিছিয়ে গেলে সেক্ষেত্রে সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে ক্রোড়পতি লিগের বল গড়ানোর আশা করছেন তিনি ।

কোরোনা আতঙ্ক কাটিয়ে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে কেউ জানে না । অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-20 বিশ্বকাপের আসর বসার কথা । আশা করা হচ্ছে সেইসময়ে পরিস্থিতি অনেকটাই হাতের মুঠোয় চলে আসবে । কিন্তু একান্তই যদি তা না হয় তবে বাধ্য হয়েই পিছোতে হবে ICC টি-20 বিশ্বকাপ । কুড়ি-বিশের বিশ্বকাপ পিছোলে স্থগিত হয়ে থাকা IPL শুরু হওয়ার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হবে । তবে শুধু টি-20 বিশ্বকাপই নয়, সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপের সূচিরও পরিবর্তন হয় কি না তার উপরও নির্ভর করবে 13তম IPL-এর ভবিষ্যৎ ।

একটি অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে প্রাক্তন অজ়ি অধিনায়ক মার্ক টেলর বলেছেন, "এইমুহূর্তে যে পরিস্থিতিতে আমরা রয়েছি তাতে টি-20 বিশ্বকাপ স্থগিত হওয়া ছাড়া উপায় নেই । কারণ বিশ্বকাপ হওয়া মানে অক্টোবর-নভেম্বরের মধ্যে 15টি টিম অস্ট্রেলিয়া আসবে । সাতটি ভেনুতে 45টি ম্যাচ হবে । কিন্তু এইমুহূর্তে এভাবে এক ভেনু থেকে অন্য ভেনুতে যাওয়া সত্যিই কঠিন হয়ে পড়বে ।" 55 বছরের এই প্রাক্তন অজ়ি ওপেনার আরও বলেন, "টুর্নামেন্টের আগে প্রতিটি খেলোয়াড়ের জন্য 14 দিনের কোয়ারানটিনের ব্যবস্থা করা আরও কঠিন কাজ । এর থেকে ইভেন্ট স্থগতি করে দেওয়াই ভালো । যদি ICC টুর্নামেন্ট স্থগিত করার পথে হাঁটে সেক্ষেত্রে IPL-এর দরজা খুলে যাবে । এতে ক্রিকেটাররা নিজেদের দায়িত্বে ভারতে যাবে । তাতে ক্রিকেট বোর্ডগুলোর কোনও হাত থাকবে না ।" টি-20 বিশ্বকাপ স্থগিত হওয়ার জন্য IPL হলে বছরের শেষে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ় হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে, আশা করছেন টেলর ।

ABOUT THE AUTHOR

...view details