দিল্লি, 4 অগাস্ট : দুই দেশের মধ্যে সম্পর্ক যতই তলানিতে যাক, চিনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিলের পথে হাঁটেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ BCCI-এর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ দেশবাসী ৷ এবার বোর্ডকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখতে বলল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অনুমোদিত স্বদেশী জাগরণ মঞ্চ ৷
লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সেনা সংঘর্ষে শহিদ হন দেশের 20 জন জওয়ান ৷ তারপর থেকেই দেশজুড়ে চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে ৷ স্বদেশী জাগরণ মঞ্চ এই আন্দোলনের প্রথম সারিতে রয়েছে ৷ জাগরণ মঞ্চের পক্ষ থেকে BCCI-এর চিনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল না করার সিদ্ধান্ত ফিরিয়ে নিতে বলা হয়েছে ৷ নয়ত IPL বয়কটের ডাক দেবে তারা ৷