পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শুধু বন্ধু নন , মাহি ভাই আমার গাইড : রায়না - MS Dhoni news

ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে ধোনি-রায়নার ভিডিয়ো টুইট করল চেন্নাই সুপার কিংস । রিটুইট করে সুরেশ রায়না বলেছেন , ধোনি তার গাইড ।

dhoni
DHONI

By

Published : Aug 2, 2020, 7:33 PM IST

দিল্লি, 2 অগাস্ট : ফ্রেন্ডশিপ ডেতে মহেন্দ্র সিং ধোনির প্রশংসায় পঞ্চমুখ সুরেশ রায়না । 'মেন্টর' এমএস ধোনির প্রশংসা করে তিনি বলেছেন, প্রাক্তন ভারত অধিনায়কই তাঁর 'গাইডিং ফোর্স " ।

রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ফ্র্যাঞ্চাইজ়ি চেন্নাই সুপার কিংস (CSK) ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে রায়না এবং ধোনির একটি ভিডিয়ো শেয়ার করেছে । সেখানে লেখা হয়েছে , "সিংহের গুহার জন্য সেরা যুগলবন্দী । #WhistlePodu #Yellove #FriendshipDay"

ফ্র্যাঞ্চাইজ়ির টুইটের জবাবে রায়না লিখেছিলেন, "আমাদের এ-রকম সুন্দর স্মৃতি তৈরি করার জন্য ধন্যবাদ @chennaiIPL। @msdhoni ভাই কেবল বন্ধু নন, তিনি আমার গাইড , আমার পরামর্শদাতা এবং কঠিন সময়ে আমার পাশে ছিলেন । তোমায় ধন্যবাদ মাহি ভাই। শুভ #friendshipday। শীঘ্রই দেখা হবে। "

এদিকে সচিন তেন্ডুলকরও তাঁর বন্ধুদের সাথে একটি ছবি শেয়ার করেছেন । মাস্টার ব্লাস্টার এই ছবিটির শিরোনামে লিখেছেন "বন্ধুত্ব ক্রিকেটের মাঠের ফ্লাডলাইটের মতো। আমার কাছে প্রত্যেক দিনই #friendshipday।"

ABOUT THE AUTHOR

...view details