পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হায়দরাবাদ ম্যাচের আগেই পেয়েছিলেন ছাড়পত্র, তবু খেললেন না নারাইন - IPL 2020

গত শনিবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে নারাইনের বোলিং অ্যাকশনকে সন্দেহজনক বলে অভিযোগ করেছিলেন ম্যাচ আম্পায়াররা ৷ আজ তাঁকে বোর্ডের বোলিং অ্যাকশন কমিটি যখন ছাড়পত্র দিল তখনও হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ শুরু হয়নি ৷ যদিও তাঁকে নাইটদের প্রথম একাদশে দেখা যায়নি ৷

হায়দরাবাদ ম্যাচের আগেই অ্যাকশনে ছাড়পত্র, তবু খেললেন না নারাইন
হায়দরাবাদ ম্যাচের আগেই অ্যাকশনে ছাড়পত্র, তবু খেললেন না নারাইন

By

Published : Oct 18, 2020, 7:39 PM IST

আবু ধাবি, 18 অক্টোবর : সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামার আগেই সুখবরটা পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স শিবির ৷ দলের অলরাউন্ডার সুনীল নারাইনকে ছাড়পত্র দিয়েছে BCCI-এর বোলিং অ্যাকশন কমিটি ৷ তবুও হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামানো হল না নারাইনকে ৷

গত শনিবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে নারাইনের বোলিং অ্যাকশনকে সন্দেহজনক বলে অভিযোগ করেছিলেন ম্যাচ আম্পায়াররা ৷ নিয়ম অনুযায়ী, প্রথমবার অভিযোগ পাওয়ার পর সতর্ক করে ছেড়ে দেওয়া হয় ৷ দ্বিতীয়বারও একই অভিযোগ পেলে চলতি IPL-এ আর বল করতে পারতেন না নারাইন ৷ কিন্তু তাঁর IPL-এ খেলতে নিষেধ ছিল না ৷ তবুও ক্যারিবিয়ান অলরাউন্ডারকে খেলানোর ঝুঁকি নিতে চায়নি নাইট ম্যানেজমেন্ট ৷ আজ তাঁকে বোর্ডের বোলিং অ্যাকশন কমিটি যখন ছাড়পত্র দিল তখনও হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ শুরু হয়নি ৷ যদিও তাঁকে নাইটদের প্রথম একাদশে দেখা যায়নি ৷

নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগের পালটা আবেদন করে নাইট রাইডার্স কর্তৃপক্ষ ৷ নারাইনের অ্যাকশনের স্লো মোশন ফুটেজও পাঠিয়েছিল ৷ সেই ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহজনক কিছু পায়নি কমিটি ৷ তাই তাঁকে ক্লিনচিট দেওয়া হয়েছে ৷ তবে ছাড়পত্র পেলেও পুরোপুরি ফিট নন ক্যারিবিয়ান অলরাউন্ডার ৷ টস করার সময়ই তা জানিয়েছিলেন নাইট অধিনায়ক ইয়ন মরগ্যান ৷ তাই নারাইনকে খেলানোর ঝুঁকি নিতে চায়নি তারা ৷

ABOUT THE AUTHOR

...view details