পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 30, 2020, 7:49 PM IST

ETV Bharat / sports

ময়ঙ্ক-রোহিত ওপেনিংয়ের পক্ষে সওয়াল গাভাসকরের

গাভাসকর মনে করেন, ময়ঙ্ক আগরওয়ালের আরও একটি সুযোগ পাওয়া উচিত ৷ শীঘ্রই খারাপ ফর্ম কাটিয়ে উঠবেন ময়ঙ্ক ৷ চলতি বর্ডার-গাভাসকর সিরিজ়ে প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি তিনি ৷ এখনও পর্যন্ত সিরিজ়ের চার ইনিংসে মাত্র 31 রান করেছেন ৷

ময়ঙ্ক-রোহিত
ময়ঙ্ক-রোহিত

মেলবোর্ন, 30 ডিসেম্বর : ময়ঙ্ক আগরওয়ালের হয়ে সওয়াল করলেন সুনীল গাভাসকর ৷ একই সঙ্গে রোহিত শর্মাকে ওপেনিং করানোর পক্ষপাতী তিনি ৷ বলেন, ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেনিং করুক রোহিত শর্মা ৷

গাভাসকর মনে করেন, ময়ঙ্ক আগরওয়ালের আরও একটি সুযোগ পাওয়া উচিত ৷ শীঘ্রই খারাপ ফর্ম কাটিয়ে উঠবেন ময়ঙ্ক ৷ চলতি বর্ডার-গাভাসকর সিরিজ়ে প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি তিনি ৷ এখনও পর্যন্ত সিরিজ়ের চার ইনিংসে মাত্র 31 রান করেছেন ৷

গাভাসকর বলেন, ‘‘শেষ এক দেড় বছরে দারুণ টেমপারমেন্ট দেখিয়েছেন ময়ঙ্ক ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ময়ঙ্ক যা খেলেছেন তা এক কথায় অসাধারণ ৷ এটা ময়ঙ্কের খারাপ সময় যাচ্ছে ৷ প্রত্যেক ব্যাটসম্যানের একটি খারাপ সময় আসে ৷ আমি তাঁকে আরও একটি সুযোগ দেওয়ার পক্ষপাতী ৷’’

আরও পড়ুন :- মেলবোর্নের সম্মান বোর্ডে রাহানের নাম

মঙ্গলবার কোয়ারানটিন শেষ করছেন রোহিত শর্মা ৷ ফলে দলের সঙ্গে মেলবোর্নে অনুশীলন করতে পারবেন তিনি ৷ তৃতীয় টেস্ট শুরু হতে এখনও 8 দিন বাকি ৷ তাই নিজেকে তৈরি করার সুযোগ পাবেন রোহিত ৷ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজ়ের তৃতীয় টেস্ট খেলতে নামছে ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details