পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দলে সুদীপ-ঈশান-অগ্নিভ, আজ ওড়িশা পাড়ি বাংলার - odisa tour of bengal cricket team

রণজির ট্রফির কোয়ার্টার ফাইনালে ওড়িশার বিরুদ্ধে খেলতে সোমবার রওনা হচ্ছেন অভিমণ্যু ঈশ্বরনরা । 20 ফেব্রুয়ারি ম্যাচ । নির্বাচিত 16 সদস্যের দলে সুদীপ চট্টোপাধ্যায়কে ফিরিয়ে আনা হয়েছে । চোট থাকলেও দলের সঙ্গে যাচ্ছেন পেসার আকাশদীপ ।

Sudip-Ishan-Agniv included in team, odisa tour of bengal
দলে সুদীপ-ঈশান-অগ্নিভ, আজ ওড়িশা পাড়ি বাংলার

By

Published : Feb 17, 2020, 5:01 AM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি : গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার শেষ আটের চ্যালেঞ্জ । রণজির ট্রফির কোয়ার্টার ফাইনালে ওড়িশার বিরুদ্ধে খেলতে সোমবার রওনা হচ্ছেন অভিমণ্যু ঈশ্বরনরা । 20ফেব্রুয়ারি ম্যাচ । তার আগে রবিবার সন্ধ্যায় ওড়িশা ম্যাচের দল বাছতে আলোচনায় বসেছিলেন পলাশ নন্দীর নেতৃত্বাধীন নির্বাচকরা । দল নির্বাচনী বৈঠকে ছিলেন CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, দেবব্রত দাসও । অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন এবং কোচ অরুণলাল ফোনে দল নিয়ে তাদের মতামত জানান । নির্বাচিত 16 সদস্যের দলে সুদীপ চট্টোপাধ্যায়কে ফিরিয়ে আনা হয়েছে । চোট থাকলেও দলের সঙ্গে যাচ্ছেন পেসার আকাশদীপ । টিম ম্যানেজমেন্টের আশা মাঝের কয়েক দিনে চোট সারিয়ে তিনি ফিরতে পারবেন ।

রবিবার বিকেলে আকাশদীপ CAB-তে এসেছিলেন‌ ৷ তিনি জানিয়েছেন তার চোটের পরিমাণ কম । আশা করছেন খেলতে অসুবিধা হবে না । ক্লাব ক্রিকেটের খেলায় ব্যস্ত থাকায় সুদীপ চট্টোপাধ্যায় দু'দিন পরে কটকে দলের সঙ্গে যোগ দেবেন । এই দল থেকে বাদ পড়েছেন সুদীপ ঘরামি ও কাজ়ি জুনেইদ সইফি ৷

কোচ অরুণলাল বলেছেন, তিনি দলের ছেলেদের ওপর আস্থা রাখছেন । এই পর্যায়ে প্রতিপক্ষ নয়,পারফরমেন্স শেষ কথা । প্রতিপক্ষ ওড়িশা হলেও আলসেমি ব্যাপারটি এই দলে নেই । তাছাড়া প্রতিটি ম্যাচ নতুন । তাই শূন্য থেকে শুরু করতে হবে । ভারতীয় এ দলের হয়ে খেলা শেষ করে বাংলা দলের সঙ্গে যোগ দিচ্ছেন ঈশান পোড়েল । তাঁর যোগদানে দল শক্তিশালী হবে বলে কোচ মনে করেন । তাছাড়া নিউজিল্যান্ডে বাংলার পেসার ভালো বল করেছে । যা তাঁকে আত্মবিশ্বাসী করবে বলে বিশ্বাস বাংলার কোচের ।

রণজি ট্রফিতে এলিট এ এবং বি গ্রুপ মিলিয়ে 32 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলা । প্রাথমিক পর্বের আট ম্যাচের মধ্যে চারটি জয় ছাড়াও তিনটি ড্র করেছে । হার মাত্র একটিতে । ঘরের মাঠে হায়দরাবাদকে পরাজিত করা ছাড়া বাংলার বাকি ম্যাচ বৃষ্টিবিঘ্নিত । প্রতিপক্ষ ওড়িশা এলিট সি গ্রুপে 38পয়েন্ট নিয়ে দ্বিতীয় । বসন্ত মোহান্তি এবং রাজেশ মোহান্তি ওড়িশার সাফল্যের মূল কান্ডারি । 20 ফেব্রুয়ারি প্রথম কোয়ার্টার ফাইনালে এলিট এ গ্রুপে 35 পয়েন্ট নিয়ে একনম্বরে থাকা গুজরাত মুখোমুখি হবে প্লেটগ্রুপে 50 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা গোয়ার । তৃতীয় কোয়ার্টার ফাইনালে 31 পয়েন্ট নিয়ে এলিট গ্রুপের তৃতীয় স্থানে থাকা কর্নাটক খেলবে এলিট সি গ্রুপে 39 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা জম্মু কাশ্মীরের বিরুদ্ধে । চার নম্বর কোয়ার্টার ফাইনালের ম্যাচ টি-31 পয়েন্ট নিয়ে এলিট এ গ্রুপের চার নম্বরে থাকা সৌরাষ্ট্রের সঙ্গে 27 পয়েন্ট নিয়ে এলিট এ গ্রুপের পাঁচ নম্বরে থাকা অন্ধ্রপ্রদেশের মধ্যে হবে ।

ABOUT THE AUTHOR

...view details