মেলবোর্ন, 15 জুন : সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, কপিল দেবের সম্মানে রাখা হয়েছে রাস্তার নাম ৷ নাহ্, এই জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্বদের নামে ভারতে কোনও রাস্তা নেই ৷ তবে মেলবোর্নে গেলে কোহলি-সচিনদের নামে রাস্তা অবশ্যই দেখতে পাবেন ৷ প্রবাসী ভারতীয়দের উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
অস্ট্রেলিয়ায় সচিন-কোহলির নামে রাস্তা
অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিরাট কোহলি, সচিন তেন্ডুলকরদের নামে রাস্তা ৷ প্রবাসী ভারতীয়দের উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
মেলবোর্নে বড় সংখ্যায় ভারতীয়দের বসবাস। তাই অস্ট্রেলিয়ায় খেলা থাকলেও স্টেডিয়াম দেখে ম্যাচ কোথায় হচ্ছে তা বোঝা কঠিন হয়ে পড়ে ৷ ক্রিকেটপ্রেমী প্রবাসী ভারতীয়দের উদ্যোগেই মেলবোর্নের কয়েকটি রাস্তার নাম কোহলি, সচিন ও কপিল দেবের নামে রাখা হয়েছে ৷ যেমন- তেন্ডুলকর ড্রাইভ, কোহলি ক্রিসেন্ট, ওয়া স্ট্রিট (স্টিভ ওয়া), দেব টেরেস (কপিল দেব) এবং ক্যালিস ওয়ে (জ্যাক কালিস) ৷ মেলবোর্নের মেল্টনে দেখা যাবে এই রাস্তাগুলি ৷ এই উদ্যোগে ব্যাপক সাড়া পড়েছে বলে জানিয়েছেন বরুণ শর্মা নামে এক প্রপার্টি ডেভেলপার ৷
এছাড়াও অন্যান্য দেশের ক্রিকেটারদের নামেও রাস্তা তৈরি হয়েছে ৷ তার মধ্যে রয়েছে আক্রম ওয়ে (ওয়াসিম আক্রম), হেডলি স্ট্রিট (রিচার্ড হ্যাডলি), স্যার গারফিল্ড সোবার্স ইত্যাদি ৷