পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অজ়ি অধিনায়কের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুললেন ক্লার্ক - মাইকেল ক্লার্ক

বর্ডার-গাভাসকর সিরিজ়ের তৃতীয় ও চতুর্থ ম্যাচের পর পেইনের পরিকল্পনা প্রশ্নের মুখে পড়ে ৷

Stick with Paine but give him help, says Clarke
Stick with Paine but give him help, says Clarke

By

Published : Jan 30, 2021, 5:29 PM IST

সিডনি, 30 জানুয়ারি : তাঁর নেতৃত্বেই দু'দুবার ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ় হেরেছে অস্ট্রেলিয়া ৷ প্রথমবার 2018 সালে ৷ সেবার বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে নির্বাসনে যেতে হয়েছিল তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথকে ৷ দলের দায়িত্ব গিয়ে পড়েছিল উইকেটকিপার ব্যাটসম্যান টিম পেইনের ঘাড়ে ৷ বছর দুয়েক কেটে গেলেও স্মিথকে নেতৃত্বে ফেরানো হয়নি ৷ বরং টিম পেইনের উপরই ভরসা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ কিন্তু বছর দুয়েক পর সেই পেইনের নেতৃত্বে ফের ঘরের মাঠে টেস্ট সিরিজ় হেরেছে অজ়িরা ৷ তারপর থেকেই আতসকাচের নিচে পেইনের নেতৃত্ব ৷ ব্যাগিগ্রিনদের অধিনায়কের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক ৷

বর্ডার-গাভাসকর সিরিজ়ের তৃতীয় ও চতুর্থ ম্যাচের পর পেইনের পরিকল্পনা প্রশ্নের মুখে পড়ে ৷ সিরিজ় হারের পর পেইন স্বীকার করেছেন, নেতৃত্বের চাপ এতটাই ছিল যে উইকেটের পিছনে ঠিকঠাক পারফরম্যান্স দিতে পারেননি ৷ প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন, "ও কীভাবে নিজের উন্নতি করবে ? দক্ষিণ আফ্রিকায় গিয়ে ও কীভাবে নিজের উন্নতি করবে ? মনে হচ্ছে কিছু কিছু জায়গায় ওর সাহায্যের প্রয়োজন রয়েছে ৷ সেটা নেতৃত্বের ক্ষেত্রে হোক বা অন্যকিছু ৷ কারণ এররকম চলতে থাকলে একই ফলাফল হবে ৷"

আরও পড়ুন : ব্রিটিশ সিংহ বধে ভরসা কি হবেন হার্দিক ?

ভারতের বিরুদ্ধে হারের পরও পেইনকে অধিনায়ক হিসেবে বহাল রেখেছে ৷ কারণ অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক ট্রেভর হানসের তাঁর নেতৃত্বগুণ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ এই বিষয়ে ক্লার্ক বলেছেন, "যদি ট্রেভর বলে থাকে যে ওর পরিকল্পনা ঠিক ছিল এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একই পরিকল্পনা নিয়ে নামবে তাহলে ফলাফলে পরিবর্তন কীভাবে হবে ? এক্ষেত্রে আমি বলব ওরা গোটা গ্রীষ্মের মরশুম জুড়ে কিছু মিস করেছে ৷"

তিনি আরও বলেছেন, "পেইনকে বহাল রাখার মধ্যে কোনও ভুল নেই ৷ আমি ওকে পছন্দ করি ৷ যদি মনে কর পেইনই একাজের জন্য সঠিক লোক তাহলে অধিনায়কের উপর ভরসা রাখাটাই ঠিক ৷ এতে ভুল কিছু নেই ৷ কিন্তু পরিকল্পনার ক্ষেত্রে কিছু খামতি রয়ে গিয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details