পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কামিন্স বনাম স্মিথ, মুখোমুখি মরগ্যান-আর্চার ; জাতীয় দলের সতীর্থদের লড়াই - steve smith vs pat cummins battle in ipl 2020

আজ দুবাইয়ের লম্বা বাউন্ডারির মাঠে নজরে থাকবেন দুই দলের একাধিক ক্রিকেটার ৷ তবে ক্রিকেট অনুরাগীরা চেয়ে রয়েছেন বেশ কয়েকটি দ্বৈরথের দিকে ৷ যা আজকের ম্যাচকে করে তুলবে আরও উপভোগ্য ৷

COPY
COPY

By

Published : Sep 30, 2020, 2:32 PM IST

দুবাই, 30 সেপ্টেম্বর : দুরন্ত ফর্মে ব্যাটসম্যানরা ৷ বোলিং ব্রিগেডের পারফরমেন্সও নজরকাড়া ৷ সব মিলিয়ে আরবদেশের IPL-এ স্বপ্নের সূচনা হয়েছে রাজস্থান রয়্যালসের ৷ আত্মবিশ্বাসে ভরপুর স্টিভ স্মিথের দল আজ তৃতীয় ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৷ প্রাথমিক ধাক্কা কাটিয়ে কিং খানের দলও সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতে ঘুরে দাঁড়িয়েছে ৷ আজ দুবাইয়ের লম্বা বাউন্ডারির মাঠে নজরে থাকবেন দুই দলের একাধিক ক্রিকেটার ৷ তবে ক্রিকেট অনুরাগীরা চেয়ে রয়েছেন বেশ কয়েকটি দ্বৈরথের দিকে ৷ যা আজকের ম্যাচকে করে তুলবে আরও উপভোগ্য ৷

প্রথমেই আসা যাক রয়্যালস অধিনায়ক স্টিভ স্মিথ ও IPL-এর ইতিহাসে সবচেয়ে দামি বোলার প্যাট কামিন্সের কথায় ৷ অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে একে অপরের কাঁধে কাঁধ মিলে লড়াই করেন ৷ আজ দুবাইয়ে সেই স্মিথ-কামিন্স একে অপরের মুখোমুখি ৷ নির্বাসনের আগে স্মিথ ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ৷ তাই স্মিথের নেতৃত্ব কৌশল সম্পর্কে অনেকটাই ওয়াকিবহাল কামিন্স ৷ এদিকে স্মিথকে নেটে বল করার অভিজ্ঞতাও রয়েছে নাইট পেসারের ৷ ফলে একে অপরের শক্তি, দুর্বলতা বোঝেন তাঁরা ৷ তাই কোন অস্ত্রে স্মিথ ঘায়েল হবে, তা কামিন্স ভালোমতোই জানেন ৷ গত ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখে ফর্মে থাকা স্মিথকে দ্রুত ফেরাতে চাইবেন কামিন্স ৷

নজরে থাকবে জাতীয় দলের সতীর্থ মরগ্যান ও আর্চার

জাতীয় দলের আরও দুই সতীর্থ আজ মুখোমুখি হচ্ছেন ৷ ইয়ন মরগ্যান ও জোফ্রা আর্চার ৷ 2019 বিশ্বকাপের কথাই ধরা যাক ৷ যেখানে প্রথমবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে সুপার ওভারে আর্চারের হাতে বল তুলে দিয়েছিলেন মরগ্যান ৷ বিশ্বকাপ ফাইনালের সুপার ওভারের নায়ক বনে যান আর্চার ৷ মরগ্যানের নেতৃত্বে খেলতে অভ্যস্ত আর্চার আজ নাইটদের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে আটকে রাখার সব চেষ্টাই চালাবেন ৷ দুবাইয়ে মাঠে উপভোগ্য হয়ে উঠবে মরগ্যান-আর্চার দ্বৈরথ ৷

ABOUT THE AUTHOR

...view details