মেলবোর্ন, 2 জুন: অ্যামেজিং, ইনক্রেডিবল, ফিট, পাওয়ারফুল ৷ শুনতে অবাক লাগলেও ভারত অধিনায়ক বিরাট কোহলি সম্পর্কে এই বিশেষণগুলিই প্রয়োগ করেছেন স্টিভ স্মিথ ৷ ঢালাও প্রশংসার পাশাপাশি কোহলির কোন গুণটা সবচেয়ে বেশি পছন্দ করেন তাও জানিয়েছেন অজ়ি ব্যাটসম্যান ৷
"এককথায় অসাধারণ", কোহলি সম্পর্কে ঢালাও প্রশংসা স্মিথের - smith admires kohli
বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যান কে? বিরাট কোহলি নাকি স্টিভ স্মিথ? আধুনিক ক্রিকেট বিশ্বের এই দুই সেরা ব্যাটসম্যান একে অপরের সম্পর্কে কেমন ভাবনা পোষণ করেন, তা কী জানেন?
গত দুমাস ধরে বাইশ গজের সমস্তরকম কার্যকলাপ বন্ধ ৷ প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা একে অপরের সাক্ষাৎকার আর সোশাল মিডিয়ায় ফ্যানেদের সঙ্গে যোগাযোগ স্থাপনে ব্যস্ত ৷ তার মধ্যে বেশিরভাগ ক্রিকেটারকেই একটি কমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ৷ বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যান কে? বিরাট কোহলি নাকি স্টিভ স্মিথ? সকলে নিজের মতো করে উত্তর দিয়েছেন ৷ কিন্তু আধুনিক ক্রিকেট বিশ্বের এই দুই সেরা ব্যাটসম্যান একে অপরের সম্পর্কে কেমন ভাবনা পোষণ করেন, তা কী জানেন?
স্মিথ বলেছেন, "আমি বিরাটকে খুব শ্রদ্ধা করি ৷ ও অসাধারণ খেলোয়াড় ৷ ওর রেকর্ডগুলো দেখলেই তা বোঝা যাবে ৷ এককথায় অসাধারণ ৷ ভারতীয় ক্রিকেটের জন্য ও অনেক কিছু করেছে ৷ এখন ভারতীয়রা যে প্যাশনের সঙ্গে ক্রিকেট খেলে তা বিরাটেরই আমদানি ৷ নিজেকে আরও উন্নত করার ইচ্ছে ওর মধ্যে রয়েছে ৷ ও যথেষ্ট শক্তিশালী এবং শারীরিকভাবে ফিট ৷" এমনিতেই চেজমাস্টার হিসেবে খ্যাত বিরাট ৷ রান তাড়া করে বিরাটের ম্যাচ জেতানোর ভঙ্গিমা স্মিথের বেশ পছন্দ ৷ তিনি বলেছেন, "ওর একটা জিনিস যেটা আমার সবথেকে ভাল লাগে তা হল একদিনের ক্রিকেটে রান তাড়া করে ম্যাচ জেতানোর ক্ষমতা ৷ এক্ষেত্রে বিরাটের সাফল্য এককথায় অসাধারণ ৷"