দিল্লি, 1 ডিসেম্বর : 2020-2021 এর ঘরোয়া মরশুমে টি-20 সৈয়দ মুস্তাক আলি ট্রফি আয়োজনের পক্ষে সবচেয়ে বেশি মত প্রকাশ করল রাজ্য় ক্রিকেট সংস্থাগুলি ৷ কোরোনার কারণেই খেলোয়াড়দের সুরক্ষার স্বার্থেই এই মত প্রকাশ করেছে রাজ্য় ক্রিকেট সংস্থা ৷ সম্প্রতি BCCI-এর তরফে এ নিয়ে একটি চিঠি মেল করা হয় রাজ্য়গুলিকে ৷ সেই চিঠির জবাবেই এদিন সৈয়দ মুস্তাক আলি ট্রফি আয়োজনে বেশি আগ্রহ দেখিয়েছে সংস্থাগুলি ৷ প্রসঙ্গত, গত রবিবার BCCI সেক্রেটারি জয় শাহ রাজ্য় সংস্থাগুলিকে সেই চিঠি মেল করেছিলেন ৷
বেশির ভাগ রাজ্য় ক্রিকেট সংস্থা ঘরোয়া টি-20 আয়োজনে আগ্রহ দেখালেও, কিছু কিছু সংস্থা টি-20-র সঙ্গে রঞ্জি ট্রফি আয়োজনেও আগ্রহ দেখিয়েছে ৷ আবার কেউ কেউ 50 ওভারের বিজয় হাজারে ট্রফি আয়োজনের আগ্রহও দেখিয়েছে ৷ তবে, টি-20 সৈয়দ মুস্তাক আলি ট্রফি আয়োজনেই বেশি আগ্রহী ক্রিকেট সংস্থাগুলি ৷ তাদের মতে কোরোনা অতিমারির কারণে খেলোয়াড়দের সুরক্ষা একটা বড় বিষয় ৷ সেখানে রঞ্জি ট্রফির মতো লম্বা টুর্নামেন্টের আয়োজন অনেক বড় ঝুঁকির বিষয় হয়ে দাঁড়াবে ৷ এক্ষেত্রে অনেক রাজ্য় সংস্থা BCCI সেক্রেটারিকে একটি পরামর্শও দিয়েছে ৷ যেখানে বলা হয়েছে, ঘরোয়া মরশুম শুরু করতে হলে, আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফি দিয়েই তা করা হোক ৷ কারণ, এতে বায়ো বাবল জ়োন তৈরি করে টুর্নামেন্ট আয়োজনের মাধ্য়মে পরিস্থিতি বিচার করা সম্ভব হবে ৷ যদি টি-20-র মত ফরম্য়াট সফলভাবে আয়োজন করা সম্ভব হয়, তবে ধাপে ধাপে বিজয় হাজারে ও রঞ্জি ট্রফির আয়োদন করা যেতে পারে ৷