পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভারতের বিরুদ্ধে টি-20 সিরিজ়ের দল ঘোষণা শ্রীলঙ্কার - srilanka

ভারতের বিরুদ্ধে টি-20 সিরিজ়ের জন্য 16 জনের দল ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ৷ দলে ফিরলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ় ৷

image
টিম শ্রীলঙ্কা

By

Published : Jan 2, 2020, 3:02 PM IST

কলোম্বো, 2 জানুয়ারি : আসন্ন ভারত সফরের জন্য 16 জনের দল ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ৷ ভারতের বিরুদ্ধে তিনটি টি-20 ম্যাচ খেলবে লাসিথ মালিঙ্গার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা ৷ দলে ফিরলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ় ৷

32 বছরের ম্যাথিউজ় জাতীয় দলের হয়ে শেষ টি-20 ম্যাচটি খেলেছেন 2018 সালের অগাস্টে ৷ প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা ৷ সেই ম্যাচে শ্রীলঙ্কা দলের অধিনায়ক ছিলেন অ্যাঞ্জেলো ৷ দল জিতলেও তিন বল খেলে শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে ৷

আজই শ্রীলঙ্কা থেকে ভারতের উদ্দেশে বিমান ধরবেন মালিঙ্গারা ৷ 5 জানুয়ারি গুয়াহাটিতে শুরু হচ্ছে প্রথম টি-20 ৷ 7 জানুয়ারি ইন্দোরে হবে দ্বিতীয় টি-20 ৷ 10 জানুয়ারি সিরিজ়ের তৃতীয় তথা শেষ ম্যাচ হবে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ৷

এক নজরে শ্রীলঙ্কা দল :-
লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), ধনুষ্কা গুনাতিলকা, আভিশ্কা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউজ়, দুসান শনাকা, কুশল পেরেরা, নিরোশান ডিকওয়ালে, ধনঞ্জয় ডি সিলভা, ইসুরু উদানা, ভানুকা রাজাপাক্সে, ওশাদা ফার্নান্দো, ওয়ানিনদু হাসারঙ্গা, লাহিরু কুমারা, কুশল মেন্ডিস, লক্ষ্মণ সান্দাকান এবং কাসুন রাজিথা ৷

ABOUT THE AUTHOR

...view details