পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্বকাপ ফাইনাল গড়াপেটা, তথ্যের অভাবে তদন্ত বন্ধ করল শ্রীলঙ্কা পুলিশ - অরবিন্দ ডি সিলভা

শ্রীলঙ্কা পুলিশের এক উচ্চপদস্থ অফিসার বলেন, ‘‘ আমরা ক্রিকেটার ও নির্বাচকদের জবাবে সন্তুষ্ট ৷ তাই তদন্ত বন্ধ করা হল ৷ ফাইনাল ম্যাচে দল পরিবর্তন নিয়ে সবাই তাদের ব্যখ্য়া দিয়েছেন ৷ আমরা কোনও কিছু ভুল বা দোষের কিছু পাইনি, যা থেকে বলা যায় ম্যাচটি গড়াপেটা করা হয়েছিল ৷ ’’

image
তদন্ত বন্ধ করল শ্রীলঙ্কা পুলিশ

By

Published : Jul 4, 2020, 8:34 PM IST

কলম্বো, 4 জুলাই : প্রয়োজনীয় তথ্যের অভাব, 2011 সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ গড়াপেটার তদন্ত বন্ধ করল শ্রীলঙ্কা পুলিশ ৷ এর আগে তদন্তের জন্য তৎকালীন শ্রীলঙ্কা ক্রিকেট দলের নির্বাচক অরবিন্দ ডি সিলভা, দলের প্রাক্তন ওপেনার উপল থারাঙ্গা, ও বিশ্বকাপের ফাইনাল ম্যাচের অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে জিজ্ঞাসাবাদ করে শ্রীলঙ্কা পুলিশের বিশেষ তদন্তকারী দল ৷

সংবাদ সংস্থা AFP কে শ্রীলঙ্কা পুলিশের এক উচ্চপদস্থ অফিসার বলেন, ‘‘ আমরা ক্রিকেটার ও নির্বাচকদের জবাবে সন্তুষ্ট ৷ তাই তদন্ত বন্ধ করা হল ৷ ফাইনাল ম্যাচে দল পরিবর্তন নিয়ে সবাই তাদের ব্যখ্য়া দিয়েছেন ৷ আমরা কোনও কিছু ভুল বা দোষের কিছু পাইনি, যা থেকে বলা যায় ম্যাচটি গড়াপেটা করা হয়েছিল ৷ ’’

2011বিশ্বকাপের ফাইনাল ম্য়াচে সেমিফাইনালদল থেকে চারটি পরিবর্তন করে শ্রীলঙ্কা ৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচভারতের কাছে হেরে যায় শ্রীলঙ্কা ৷ শুক্রবার তৎকালীন দলের সহঅধিনায়ক মাহেলাজয়বর্ধনেকে জেরা করার জন্য ডাকে শ্রীলঙ্কা পুলিশের বিশেষ তদন্তকারী দল ৷ মাহেলাবিশেষ তদন্তকারী দলের অফিসে যাওয়ার পরই তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত নেয় পুলিশ ৷

আরও পড়ুন :- IPL-এর সেরা পাঁচ বোলিং ফিগার

বিশেষ তদন্তকারী দলের অফিস ছেড়ে যাওয়ার আগে সাংবাদিকদের জয়বর্ধনে বলেন, ‘‘আমরা পুলিশকে তদন্তে পূর্ণ সহযোগিতা করব ৷ ’’ জয়বর্ধনে পুলিশ স্টেশনে এলেও তাঁর বিবৃতি নেয়নি তদন্তকারী অফিসাররা ৷ পরে তাঁর বিবৃতি রেকর্ড করা হবে বলে জানানো হয় ৷ বৃস্পতিবার তৎকালীন অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে 8 ঘণ্টার ম্যারাথন জেরা করা হয় ৷

শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দ্রানান্দা আলুথাগমাগে অভিযোগ করেন, 2011 সালের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ভারতকে বিক্রি করে শ্রীলঙ্কা ৷ তবে তিনি এটাও বলেন যে গড়াপেটায় কোনও ক্রিকেটার যুক্ত ছিলেন না ৷ তবে একইসঙ্গে নির্বাচকদের দিকে আঙুল তোলেন তিনি ৷ তারপরই তদন্ত শুরু করে শ্রীলঙ্কা পুলিশের বিশেষ তদন্তকারী দল ৷ শ্রাীলঙ্কা ক্রিকেট বোর্ডের নির্বচক সহ একাধিক ক্রিকেটারকে জেরা করে পুলিশ ৷ তারপর শুক্রবারই তদন্ত স্থগিত করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details