কলম্বো, 4 জুলাই : প্রয়োজনীয় তথ্যের অভাব, 2011 সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ গড়াপেটার তদন্ত বন্ধ করল শ্রীলঙ্কা পুলিশ ৷ এর আগে তদন্তের জন্য তৎকালীন শ্রীলঙ্কা ক্রিকেট দলের নির্বাচক অরবিন্দ ডি সিলভা, দলের প্রাক্তন ওপেনার উপল থারাঙ্গা, ও বিশ্বকাপের ফাইনাল ম্যাচের অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে জিজ্ঞাসাবাদ করে শ্রীলঙ্কা পুলিশের বিশেষ তদন্তকারী দল ৷
সংবাদ সংস্থা AFP কে শ্রীলঙ্কা পুলিশের এক উচ্চপদস্থ অফিসার বলেন, ‘‘ আমরা ক্রিকেটার ও নির্বাচকদের জবাবে সন্তুষ্ট ৷ তাই তদন্ত বন্ধ করা হল ৷ ফাইনাল ম্যাচে দল পরিবর্তন নিয়ে সবাই তাদের ব্যখ্য়া দিয়েছেন ৷ আমরা কোনও কিছু ভুল বা দোষের কিছু পাইনি, যা থেকে বলা যায় ম্যাচটি গড়াপেটা করা হয়েছিল ৷ ’’
2011বিশ্বকাপের ফাইনাল ম্য়াচে সেমিফাইনালদল থেকে চারটি পরিবর্তন করে শ্রীলঙ্কা ৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচভারতের কাছে হেরে যায় শ্রীলঙ্কা ৷ শুক্রবার তৎকালীন দলের সহঅধিনায়ক মাহেলাজয়বর্ধনেকে জেরা করার জন্য ডাকে শ্রীলঙ্কা পুলিশের বিশেষ তদন্তকারী দল ৷ মাহেলাবিশেষ তদন্তকারী দলের অফিসে যাওয়ার পরই তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত নেয় পুলিশ ৷