পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সমুদ্রের প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি শ্রীলঙ্কার বিশ্বকাপ জার্সি - worldcup

সমুদ্রে ভেসে থাকা প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হল শ্রীলঙ্কার বিশ্বকাপ জার্সি । শ্রীলঙ্কার বহু পরিচিত সিংহের পরিবর্তে জার্সিতে আছে কচ্ছপসদৃশ নকশা । যা দিয়ে সামুদ্রিক জীবনের প্রতি দলটির অঙ্গীকারের কথা প্রকাশ পাচ্ছে বলে জানানো হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের তরফে ।

শ্রীলঙ্কার বিশ্বকাপ জার্সি

By

Published : May 4, 2019, 10:42 PM IST

কলম্বো, 4 এপ্রিল : গতকাল ইংল্যান্ড বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে শ্রীলঙ্কা । জার্সিটি বানানো হয়েছে সমুদ্রে ভেসে থাকা প্লাস্টিক বর্জ্য থেকে । শ্রীলঙ্কার বহু পরিচিত সিংহের পরিবর্তে জার্সিতে আছে কচ্ছপসদৃশ নকশা । যা দিয়ে সামুদ্রিক জীবনের প্রতি দলটির অঙ্গীকারের কথা প্রকাশ পাচ্ছে বলে জানানো হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের তরফে । শ্রীলঙ্কা ক্রিকেট আরও জানিয়েছে, সমুদ্রের প্রাণী ও পরিবেশ বাঁচাতে সবাইকে সাবধান হওয়ার বার্তা এই জার্সি ।

শ্রীলঙ্কা দলের পোশাক প্রস্তুতকারক MAS হোল্ডিং জার্সিটি বানাতে শ্রীলঙ্কার উপকূলে ভেসে থাকা প্লাস্টিক জোগাড় করেছে । এই কাজে তাদের সহযোগিতা করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী । MAS হোল্ডিংয়ের শীরেন্দ্র লরেন্স বলেন, "2019 ক্রিকেট বিশ্বকাপের জন্য সমুদ্রে থেকে পাওয়া প্লাস্টিকের বিভিন্ন পণ্য ব্যাবহার করে জার্সিটি প্রস্তুত করা হচ্ছে । এই জার্সি রিভার্স অসমোসিস পদ্ধতিতে বানানো ।"

অবশ্য এই রকম জার্সি খেলার জগতে আগেও ব্যবহার করা হয়েছে । 2016 সালে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের একটি ম্যাচে এমনই জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন ফুটবলাররা । আর 2018-19 মৌসুমে রিয়াল মাদ্রিদের পুরো মরশুমের তৃতীয় কিটটি বানানো হয়েছিল সমুদ্রে থেকে পাওয়া প্লাস্টিক থেকে ।

ABOUT THE AUTHOR

...view details