পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

স্পিনিং পিচে পিঙ্ক বলেও সাহায্য পাবেন পেসাররা, মনে করছেন কোহলি - মোতেরা

পিচ যে রকমই হোক বলের চমক এবং অবস্থা যতক্ষণ ভলো থাকবে, ততক্ষণ পেসাররা সাহায্য পাবেন ৷ এমনটাই মনে করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷

spinners-will-come-into-play-for-sure-but-pacers-cant-be-ignored-either-in-pink-ball-test-virat kohli
স্পিনিং পিচে পিঙ্ক বলেও সাহায্য পাবেন পেসাররা, মনে করেন কোহিল

By

Published : Feb 23, 2021, 6:29 PM IST

আমেদাবাদ, 23 ফেব্রুয়ারি : মোতেরার পিচ ব়্যাঙ্ক টার্নার হবে এটা ধরেই নিয়েছে ভারত এবং ইংল্যান্ড দুই শিবির ৷ তবে, পিঙ্ক বল টেস্টে পেসারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ তাঁর মতে, পেসাররাও এই ম্যাচে বড় ভূমিকা পালন করবেন ৷

এদিন সাংবাদিক বৈঠকে কোহলিকে প্রশ্ন করা হয়, তৃতীয় টেস্টে বল বেশি সুইং করলে কী পরিকল্পনা রয়েছে ভারতীয় দলের ৷ যার জবাবে ভারত অধিনায়ক জানান, বল যতক্ষণ শাইন করবে এবং ভালো অবস্থায় থাকবে, ততক্ষণ পেসাররা সাহায্য পাবেন বলে তিনি আশা করেন ৷ ‘‘আমি মনে করি না এটা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা উচিত ৷ কারণ আচরণগতভাবে পিঙ্ক বল লাল বলের থেকে বেশি সুইং করে ৷ 2019 সালে প্রথম যখন আমরা খেলেছিলাম, তখন আমাদের সেই অভিজ্ঞতা হয়েছিল ৷’’ সাংবাদিক বৈঠকে জানান কোহলি ৷

আরও পড়ুন : ভারত-ইংল্য়ান্ডকে স্বাগত জানাতে তৈরি মনমোহিনী মোতেরা

তবে, পিচ পেস সহায়ক হলে ইংল্যান্ড যে খুব সুবিধাজনক জায়গায় থাকবে তা মানতে নারাজ ভারত অধিনায়ক ৷ তিনি বলেন, ‘‘ইংল্যান্ড দলের কী শক্তি আর কী দুর্বলতা তা নিয়ে ভাবতে চাই না ৷ আমরাও ওদের ঘরের মাঠে একইভাবে হারিয়েছি ৷ যেখানে বল অনেক বেশি মুভমেন্ট করে এবং অনেকক্ষণ ধরে বল ভালো অবস্থায় থাকে ৷ তাই আমরা সেটা নিয়ে ভাবতে চাই না ৷ টিম হিসেবে ভালো খেলাটাই আসল ব্যাপার ৷’’ এমনকি সিমারদের পক্ষে পিচ তৈরি হলে, ইংল্যান্ডেরও বেশ কিছু দুর্বলতা রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details