পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2020 : আমিরশাহীর উইকেটে ঘূর্ণিতে বাজিমাত করতে চায় স্পিনাররা - আমিরশাহীতে বড় ভূমিকা নিতে চলেছে স্পিনাররা

19 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা IPL- এ স্পিনারদের জন্য আদর্শ পরিবেশ । মরুদেশের শুকনো পিচে ঘূর্ণির জাদুতে বাজিমাত করতে চায় স্পিন উইজার্ডরা ।

IPL
IPL

By

Published : Sep 16, 2020, 8:06 PM IST

আবু ধাবি, 16 সেপ্টেম্বর : শুকনো ও মন্থর উইকেটের জন্য পরিচিত মধ্য প্রাচ্যের দেশগুলি । যার অর্থ হল, 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা IPL- এ স্পিনারদের জন্য আদর্শ পরিবেশ । মরুদেশের শুকনো পিচে ঘূর্ণির জাদুতে বাজিমাত করতে চায় স্পিন উইজার্ডরা ।

দুদিন পরেই শুরু হচ্ছে 2020 IPL । তার আগে দেখে নেওয়া যাক টুর্নামেন্টের নামি দামি স্পিনারদের । যাঁরা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন ।

সুনীল নারিন

টিম - কলকাতা নাইট রাইডার্স ।

IPL 2020 স্যালারি - 12.5 কোটি ।

ওয়েস্ট ইন্ডিজের রহস্য স্পিনার নারিন হলেন কিং খানের দলে সম্পত্তি । কারণ বিষাক্ত স্পিন ছাড়াও ধুমধাড়াক্কা ব্যাটিংয়েও সিদ্ধহস্ত তিনি । ডেথ ওভারে উইকেট তোলার ক্ষমতা যেমন রয়েছে তেমনই ব্যাট হাতে মিডল ওভারে দলকে নির্ভরতা দেওয়ার যোগ্যতাও রয়েছে ।

রশিদ খান

টিম - সানরাইজার্স হায়দরাবাদ ।

IPL 2020 স্যালারি - 9 কোটি

স্পিন বোলিংয়ের প্রসঙ্গ উঠবে আর রশিদ খানের নাম থাকবে না তা হয় না । সেই 2017 সালে IPL- এর মঞ্চে আবির্ভাবের পর থেকেই টুর্নামেন্টের শীর্ষ স্পিনারদের মধ্যে অন্যতম হলেন আফগানিস্তানের রশিদ । এখনও পর্যন্ত 46টি IPL ম্যাচ খেলে 55টি উইকেট নিয়েছেন । ইকোনমি রেট 6.55 । দেখা যাক মরুদেশে কী খেল দেখান আফগান স্পিন জাদুকর ।

রবিচন্দ্রন অশ্বিন

টিম - দিল্লি ক্যাপিটালস

IPL 2020 স্যালারি - 7.6 কোটি

IPL- এর সবচেয়ে অভিজ্ঞ স্পিনার । চলতি বছরে কিংস ইলেভেন পঞ্জাব থেকে দিল্লি ক্যাপিটালসে পাড়ি দিয়েছেন । IPL- এর ইতিহাসে সবচেয়ে সফল অফস্পিনার যিনি 139 টি ম্যাচ খেলে 125টি উইকেট নিয়েছেন । ইকোনমি রেট 6.89 । গত মরশুমে মোহালির কঠিন পিচেও 15টি উইকেট নিয়েছিলেন ।

রবীন্দ্র জাদেজা

টিম - চেন্নাই সুপার কিংস

IPL 2020 স্যালারি - 7 কোটি

UAE- এর স্পিন সহায়ক উইকেটে CSK- এর এই স্পিনিং অলরাউন্ডার অপরিহার্য । আমিরশাহীর স্পিন ট্র্যাকে জাদেজার বিরুদ্ধে খেলতে সমস্যায় পড়বেন বিপক্ষ ব্যাটসম্যানরা, তা বলাই যায় ।

পীযূষ চাওলা

টিম - চেন্নাই সুপার কিংস ।

IPL 2020 স্যালারি - 6.75 কোটি ।

গত আট বছর ধরে জাতীয় দলের হয়ে না খেললেও ঘরোয়া দল ও IPL - এ ধারাবাহিকভাবে খেলে যাচ্ছেন চাওলা । যুগ্মভাবে IPL- এর তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি । কলকাতা নাইট রাইডার্সে ছয় বছর কাটানোর পর চলতি বছরে চেন্নাই সুপার কিংসে গিয়েছেন চাওলা । নতুন দলের হয়ে আরও মাইলস্টোন গড়তে চান তিনি ।

কুলদীপ যাদব

টিম - কলকাতা নাইট রাইডার্স

IPL 2020 স্যালারি - 5.8 কোটি

আমিরশাহীর অপরিচিত উইকেটে KKR- এর তুরুপের তাস হতে পারে কুলদীপ যাদব । এই চায়নাম্যান বোলারের কব্জির মোচড় বিপক্ষ ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্নের হতে পারে । গত মরশুমের খারাপ পারফরমেন্সের পর দল থেকে বাদ পড়েছিলেন । সেই কুলদীপ নতুন অস্ত্র নিয়ে কামব্যাক করতে তৈরি ।

ABOUT THE AUTHOR

...view details