হায়দরাবাদ, 16 জুলাই : কোরোনা ভাইরাসের পর এবার ক্রিকেট ফিরতে চলেছে রামধনুর দেশ দক্ষিণ আফ্রিকায় ৷ সুপার স্পোর্টস পার্কে 18 জুলাই থেকে শুরু হচ্ছে সলিডরিটি কাপ 3 টিম ক্রিকেট (3TC) ৷
সলিডরিটি কাপ ক্রিকেট হল এই খেলার একটি নতুন ফর্ম্যাট ৷ দক্ষিণ আফ্রিকার 24 জন প্রথম সারির ক্রিকেটার তিনটি টিমে ভাগ হয়ে একটি ম্যাচের দুটি অর্ধে খেলবে ৷ উদ্বোধনী ম্যাচের টিম লাইন আপ থেকে তিনটি পরিবর্তন হয়েছে ৷ একটি বিবৃতি দিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তরফে জানানো হয়েছে ৷
কাগিসো রাবাডা ও সিসান্ডা মাগালা ম্যাচ থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন ৷ পরিবারের সদস্যদের আকস্মিক মৃত্যুর কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷ এছাড়া ক্রিস মরিসের উপলব্ধ না হওয়ার কারণ জানানো হয়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তরফে ৷
বিবৃতি দিয়ে CSA জানায়, ‘‘ তাদের পরিবর্ত হিসেবে রাবাডার জায়গায় খেলছেন থান্ডো এনতিনি ৷ সিসান্ডা মাগালা ও ক্রিস মরিসের পরিবর্ত হিসেবে মাঠে নামবেন বর্জন ফর্চুইন ও জেরাল্ড কোটজ়ি ৷ এছাড়া কিংফিসার দলের নতুন অধিনায়ক হলেন হেনরিচ ক্লাসেন ৷
খেলায় অংশ নেবে তিনটি দলের 8 জন করে ক্রিকেটার ৷ অধিনায়কত্বের দায়িত্বে থাকবেন কুইন্টন ডি'কক , হেনরিচ ক্লাসেন ও এবি ডিভিলিয়ার্স ৷
3 টিম ক্রিকেটের নিয়ম
1. একটি ম্যাচ খেলা হবে তিনটি দলের মধ্যে ৷ দলগুলিতে 8 জন করে সদস্য থাকবে ৷
2. 18 ওভার করে দুটি অর্ধে মোট 36 ওভারের খেলা হবে ৷ খেলায় একটি বিরতিও থাকবে ৷
3. দলগুলি 12 ওভারের একটি ইনিংসের প্রথম 6 ওভার একজনের বিপক্ষে ও পরের 6 ওভার অন্যজনের বিপক্ষে খেলবে ৷