পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দক্ষিণ আফ্রিকা পাখির চোখ পন্থের - target of Rishav Pant

ভারতীয় দলের হয়ে সদ্য ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে ফিরেছেন । এবার চ্যালেঞ্জ ঘরের মাঠে । প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা । ঋষভ পন্থ বলছেন, ধারাবাহিক ভাবে সাফল্য পেতে নিজের খেলায় ডুবে থাকতে চান ।

ফাইল ফোটো

By

Published : Sep 12, 2019, 4:32 AM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর : মহেন্দ্র সিং ধোনিকে তিনি ভালবাসেন । এর বেশি MS সম্বন্ধে আর কোনও শব্দ ব্যয় করতে চান না ঋষভ পন্থ । বুধবার একটি বাণিজ্যিক সংস্থার প্রচারের কাজে কলকাতায় এসেছিলেন ভারতীয় ক্রিকেটের নতুন তারকা ।

মহেন্দ্র সিং ধোনি এখন প্রায় অস্তাচলে । সম্প্রতি পন্থ বলেছিলেন তিনি এখনই ধোনি হওয়ার কথা ভাবছেন না । এই মন্তব্যের পরে সোশাল মিডিয়ায় সমালোচিত হয়েছিলেন । সিনিয়র সতীর্থ সম্পর্কে ভালোবাসার কথা বললেও বাড়তি কথা যোগ করলেন না পন্থ । কোনও সন্দেহ নেই ভারতীয় ক্রিকেটের এই অবস্থায় উত্তরসূরি হিসেবে যে ক'জন দৌঁড়ে রয়েছেন তাঁদের মধ্যে দিল্লির তরুণ ক্রিকেটার এগিয়ে ।

ভারতীয় দলের হয়ে সদ্য ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে ফিরেছেন । এবার চ্যালেঞ্জ ঘরের মাঠে । প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা । ঋষভ পন্থ বলছেন, ধারাবাহিক ভাবে সাফল্য পেতে নিজের খেলায় ডুবে থাকতে চান । অনেক কিছু নিয়ে ভাবার চেয়ে ম্যাচ ধরে পরিকল্পনা করতেই পছন্দ করছেন । শুধু নিজের উন্নতিতে মনসংযোগ করতে চান ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় দল প্রস্তুতিতে ব্যস্ত । প্রস্তুতির ফল কেমন তা খেলা শুরু না হলে বলা সম্ভব নয় বলে মনে করেন ঋষভ পন্থ । দক্ষিণ আফ্রিকা সফর শেষ হতেই বাংলাদেশ ভারত সফরে আসবে । 15 তারিখ থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় শুরু । ঋষভ পন্থ বলছেন, "দলের প্রস্তুতি ও মানসিক অবস্থা ঠিক জায়গায় রয়েছে । সময় বেশি নেই । তবে সাফল্য পেতে শুরুটা ভালো হওয়া জরুরি ।"

দলের সকলে এক জায়গায় হওয়ার পরে প্রতিপক্ষ সম্বন্ধে কৌশল ঠিক হবে বলে মনে করছেন ঋষভ পন্থ । চেনা পরিবেশে খেলার সুবিধা পাওয়া যাবে বলে মনে করেন পন্থ । নতুন মরসুমে প্রথম ছয় মাস ভারতীয় দল ঘরের মাঠেই খেলবে । পন্থ আশাবাদী, শুরুটা ভালোই হবে ।

ABOUT THE AUTHOR

...view details