পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'ঐতিহাসিক' টেস্ট সফল করাই চ্যালেঞ্জ মহারাজের কাছে

ঐতিহাসিক গোলাপি বলে দিন রাতের টেস্ট ম্যাচ নিয়ে ETV ভারতের প্রতিনিধির সঙ্গে খোলামেলা আলোচনায় BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

সৌরভ গঙ্গোপাধ্যায়

By

Published : Nov 17, 2019, 5:27 PM IST

Updated : Nov 17, 2019, 7:03 PM IST

কলকাতা, 17 নভেম্বর: T20 বিশ্বকাপ ফাইনালের আয়োজন করেছেন সফল ভাবে ৷ ক্রিকেটার থেকে CAB- র সভাপতির দায়িত্ব সামলেছেন সাবলীল হাতে ৷ এবার ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ পদে, একগুচ্ছ পরিকল্পনার বাস্তবায়ন করাই লক্ষ্য মহারাজের ৷

এবার উপমহাদেশে প্রথম বার গোলাপি বলে দিন রাতের টেস্ট আয়োজনেও সেই প্রিন্স অফ কলকাতার হাত ৷ ঐতিহাসিক গোলাপি বলে দিন রাতের টেস্ট ম্যাচ নিয়ে ETV ভারতের প্রতিনিধির সঙ্গে খোলামেলা আলোচনায় BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

2001 সালে এই ইডেনেই তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থামিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিজয় রথ ৷ ইতিমধ্যেই ইডেন টেস্টের প্রথম তিন দিন হাউসফুল ৷ এখনও টিকিটের হাহাকার সর্বত্র ৷ কিন্তু এই সবকিছুকেই ছাপিয়ে সুষ্ঠ ভাবে ইডেন টেস্ট আয়োজন করাই লক্ষ্য ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷

খোলামেলা আলোচনায় সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷
Last Updated : Nov 17, 2019, 7:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details