কলকাতা, 2 ফেব্রুয়ারি: এশিয়া কাপ টুর্নামেন্ট নিয়ে ভারত-পাকিস্তান তরজা চলছে বেশ কিছুদিন ধরে ৷ মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে নিরপেক্ষ ভেনুতে এশিয়া কাপ আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল ৷ তবে কোরোনা ভাইরাসের আতঙ্কে আপাতত তা হচ্ছে না ৷ সংযুক্ত আরব আমিরশাহিতে এই মারণ ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় দুবাই যেতে রাজি হননি BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷
আতঙ্ক কোরোনা, ACC বৈঠকে দুবাই যাচ্ছেন না সৌরভ - ACC বৈঠকের জন্য দুবাই যাবেন না সৌরভ
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে অংশ নিতে দুবাই যাবেন না সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বৈঠকে এশিয়া কাপ নিরপেক্ষ ভেনুতে আয়োজন করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল ৷ কিন্তু কোরোনা ভাইরাসের ভয়ে দুবাই যেতে রাজি নয় বোর্ড কর্তারা ৷
3 মার্চ দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হওয়ার কথা ছিল ৷ বৈঠকে অংশ নিতে সোমবার বিকেলে দুবাই উড়ে যাওয়া নিশ্চিত ছিল বোর্ড প্রেসিডেন্ট সহ অন্যান্য কর্তাদের ৷ জানা গিয়েছে, কোরোনার আতঙ্কে বোর্ড কর্তারা দুবাই যেতে চাননি ৷ যে কারণে সৌরভের দুবাই যাওয়াও বাতিল হয়ে যায় ৷ বৈঠক হতে পারে এই মাসের শেষের দিকে ৷ সংযুক্ত আরব আমিরশাহিতে এইমুহূর্তে 730 জন কোরোনায় আক্রান্ত ৷
এশিয়া কাপের আয়োজনের ভার গিয়ে পড়েছে পাকিস্তানের উপর ৷ কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে গিয়ে টুর্নামেন্ট খেলতে আপত্তি জানিয়েছে BCCI ৷ মঙ্গলবারের ACC বৈঠকে এশিয়া কাপ দুবাইয়ে আয়োজন করা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল ৷ কারণ এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে ভারত এবং পাকিস্তান দুটো দেশ টুর্নামেন্টে খেলবে কি না ৷