কলকাতা, 21 সেপ্টেম্বর : বিরোধী শিবির মনোনয়ন জমা দেয়নি ৷ ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় CAB-র প্রেসিডেন্ট পদে থাকতে চলেছেন সৌরভ গাঙ্গুলি ৷ তাঁর হাতেই থাকতে চলেছে CAB-র ব্যাটন । ইলেকটোরাল অফিসার সুশান্তরঞ্জন উপাধ্যায় জানান, একটি মাত্র প্যানেল জমা পড়েছে । এবার সেই প্যানেলের স্ক্রুটিনি হবে । সবকিছু ঠিকঠাক থাকলে ফের প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন সৌরভ ৷
কিন্তু, কী কারণে সৌরভদের বিরুদ্ধে মনোনয়ন জমা দিল না বিরোধী শিবির ? ক্রিকেটমহলের বক্তব্য, বোর্ড রাজনীতিতে আবার সক্রিয় হয়েছেন এন শ্রীনিবাসন । প্রশাসনিক স্তরে অচলাবস্থা কাটানোর জন্য রাজ্য সংস্থাগুলিকে একজোট করার চেষ্টা করছেন প্রাক্তন BCCI প্রেসিডেন্ট । আর CAB-এর বিরোধী শিবিরের মুখ বিশ্বরূপ দে জাতীয় বোর্ড রাজনীতিতে শ্রীনি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত । ফলে CAB-এর বর্তমান শাসকপক্ষের বিরোধিতা করা বিশ্বরূপের পক্ষে সম্ভব ছিল না । তিনি বলেছেন, বাংলার ক্রিকেটের উন্নতি ও বোর্ডের অচলাবস্থা দূর করাই লক্ষ্য । আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও একযোগে কাজ করার কথা বলেছেন তিনি ।