মেলবোর্ন, 30 অগাস্ট: কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরাতে চেয়েছিলেন ৷ কারণ, সৌরভকে টি-20 ফরম্যাটের যোগ্যই মনে করতেন না প্রাক্তন নাইট কোচ জন বুকানন ৷ সম্প্রতি একটি সাক্ষাৎকারে বর্তমান BCCI প্রেসিডেন্ট সম্পর্কে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বুকানন ৷
"টি-20 ফরম্যাটের জন্য উপযুক্ত ছিল না সৌরভ", বিতর্কিত মন্তব্য বুকাননের - সৌরভ-বুকানন
একটি সাক্ষাৎকারে সৌরভ সম্পর্কে এমনই বিতর্কিত মন্তব্য করেন জন বুকানন ৷
2008 ও 2009- দু'টি মরশুমে KKR-এর কোচ ছিলেন অস্ট্রেলিয়ার জন বুকানন ৷ তাঁর কোচিংয়ে প্রথম মরশুমে কিং খানের দল শেষ করেছিল ছয় নম্বরে ৷ তারপরই বুকানন-সৌরভ সম্পর্কের অবনতি হতে থাকে ৷ প্রথম মরশুমের ব্যর্থতার পর 2009 সালে নাইটদের "মাল্টিপল ক্যাপ্টেন থিওরি"র প্রস্তাব দেন বুকানন ৷ কিন্তু 2003 সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কোচের এই প্রস্তাব মোটেও মনে ধরেনি মহারাজের ৷ এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বুকানন বলেছেন, "আমার মনে হয়েছিল ক্ষুদ্রতম ফরম্যাটে একজন অধিনায়ক হিসেবে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা প্রয়োজন ৷ এছাড়া তার খেলার পদ্ধতি টি-20 ফরম্যাটের যোগ্য হওয়া দরকার ৷ এসব নিয়েই সৌরভের সঙ্গে আলোচনায় বসেছিলাম ৷ এই ফরম্যাটের জন্য সৌরভ উপযুক্ত ছিল বলে আমার এতটুকুও মনে হয়নি ৷ অধিনায়ক হিসেবেও সৌরভ সঠিক ব্যক্তি ছিল বলে মনে হয়নি ৷" পাশাপাশি "স্প্লিট ক্যাপ্টেন্সির প্রস্তাব নিয়ে বুকানন বলেন, "আমি এখনও মনে করি এই আইডিয়া দলের জন্য ভালো ৷ বিশেষ করে দীর্ঘতম ফরম্যাটে ৷"
কোচের ইচ্ছেমতো 2009 সালে সৌরভকে সরিয়ে নাইটদের নেতৃত্বে আনা হয়েছিল ব্রেন্ডন ম্যাকালামকে ৷ যদিও এই পরিবর্তন করেও লাভ হয়নি ৷ সেবার পয়েন্ট টেবিলের একেবারে শেষ স্থানে শেষ করেছিল কলকাতার ফ্র্যাঞ্চাইজ়িটি ৷ যার জেরে চাকরি যায় বুকাননের ৷